যোহরের ফরজের আগে ৪ রাকাত ও যোহরের ফরজের পরে ২ রাকাত সুন্নত নামায আদায় করার গুরুত্ব।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি যোহরের আগে চার রাকাআত এবং যোহরের পর দুই রাকাআত নামাজ পড়ে, আল্লাহ তা‘আলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করবেন।”
— (সুনান আত-তিরমিযী, হাদীস: ৪২৮; সহীহুল জামে: ৬১৮৩)
অন্য হাদীসে আছে—
“যোহরের আগে চার রাকাআত এবং যোহরের পরে চার রাকাআত পড়া কেউ ছেড়ে দেবে না।”
— (সুনান আবু দাউদ: ১২৬৯, সহীহ)
ফরজের পর ২ রাকাত সুন্নত
হযরত আয়েশা (রাঃ) বলেন:
“নবী ﷺ কোনো সালাতের পর যতটা নিয়মিতভাবে দুই রাকাআত সুন্নত আদায় করতেন, যোহরের ফরজের পর ততটাই নিয়মিত করতেন।”
— (সহীহ বুখারী: ১২০২, সহীহ মুসলিম: ৭৩০)
উপসংহার
• যোহরের আগে ৪ রাকাআত সুন্নত – রাসূলুল্লাহ ﷺ জোর দিয়ে পড়ার কথা বলেছেন।
• যোহরের ফরজের পর ২ রাকাআত সুন্নত – তিনি নিয়মিত পড়তেন এবং সাহাবীরা এটিকে তাঁর ধারাবাহিক আমল হিসেবে বর্ণনা করেছেন।
অতএব, এগুলো নিশ্চিত সুন্নত (সুন্নতে মুয়াক্কাদা), অর্থাৎ সর্বদা আদায় করা উচিত।