আল্লাহর নির্দেশিত (কোরআনের আলোকে) সরল পথ
১. সূরা ফাতিহা (১:৬–৭)
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
“আমাদেরকে সরল পথ দেখাও, তাদের পথ যাদের তুমি নেয়ামত দান করেছো, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।”
২. সূরা আন’আম (৬:১৫৩)
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
“আর এটাই আমার সরল পথ; তোমরা এ পথ অনুসরণ করো। বিভিন্ন পথে যেও না, তা হলে সেগুলো তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। তিনি তোমাদেরকে এ নির্দেশ দিলেন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।”
৩. সূরা ইয়াসীন (৩৬:৬১)
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
“আর আমারই ইবাদত করো। এটাই সরল পথ।”
৪. সূরা শূরা (৪২:৫২)
পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
“আর এভাবেই আমি তোমার প্রতি এক আত্মা (কোরআন) ওয়াহী করেছি আমার নির্দেশ অনুসারে। তুমি জানতেই না কিতাব কি, ঈমান কি। কিন্তু আমি এটাকে করেছি আলো, যার দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পথপ্রদর্শন করি। আর নিশ্চয়ই তুমি সরল পথের দিকে পথ প্রদর্শন কর।”
সারসংক্ষেপ
🔹 ইসলাম হল আল্লাহ প্রদত্ত সরল পথ।
🔹 সরল পথ মানে — কেবল আল্লাহর ইবাদত করা, রাসূল ﷺ এর সুন্নাহ মানা, অন্য পথে না যাওয়া।
🔹 আল কোরআন সেই পথের মূল দিশারী, যেটি মানুষকে সঠিক জীবনযাপন ও পরকালের মুক্তির পথে পরিচালিত করে।