1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হাফেজ জাকারিয়া সুদানে

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭
  • ১৪৮ Time View

সুদানের রাজধানী খার্তুমে গতকাল (৭ জানুয়ারি) থেকে আন্তর্জাতিক হিফজুল কুরআন ও তাফসির প্রতিযোগিতা শুরু হয়েছে। যা চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। ১৪ জানুয়ারি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশির।

সুদানের খার্তুমে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন ও তাফসির প্রতিযোগিতায় বিশ্বের ৫৫টি দেশের ৮৩ জন প্রতিযোগি অংশ নিয়েছে। হাফেজ জাকারিয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সে আন্তর্জাতিক কারী হাফেজ নাজমুল হাসান পরিচালিত যাত্রাবাড়ী তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র।

বাংলাদেশের এ ক্ষুধে হাফেজ মো. জাকারিয়া মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার চর ইসলামপুরের হাফেজ মাওলানা ফয়জুল্লাহ ও মোসাম্মৎল জাহানারা বেগমের একমাত্র ছেলে।

হাফেজ মো. জাকারিয়া ২০১৬ সালের ডিসেম্বরে বাহরাইনে অনুষ্ঠিত ১৪তম শায়খ জুনাইদ আলম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কিরাত ও হিফজ বিভাগে বিশ্বের ৫৭টি দেশের শতাধিক অংশগ্রহণকারীর মধ্যে সে প্রথম স্থান অর্জন করেন।

এর আগে ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১৯তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৮০টি দেশের প্রতিযোগীদের হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেন এবং সুর লহরীতে প্রথম স্থান অর্জন করেন।

এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী কুরআনের এ ক্ষুধে খাদেম হাফেজ মো. জাকারিয়ার প্রতি রইলো শুভ কামনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ