1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

প্রনবের একদিনে ৬৫২ রানের রেকর্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০১৬
  • ১৪৭ Time View

1457স্কুল ক্রিকেটে অবিশ্বাস্য সব স্কোর দেখা যায় প্রায়ই। তবে সোমবার ক্রিকেট ইতিহাসেই সবাইকে ছাড়িয়ে গেছেন ধানাওয়াড়ে। একদিনেই ১৯৯ বলে করলেন অপরাজিত ৬৫২ রান! এমনই এক রানের পাহাড় গড়ে নতুন ইতিহাস রচনা করলেন মুম্বাইয়ের এক স্কুলছাত্র প্রনব ধানাওয়াড়ে।

সোমবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্ত:স্কুল টুর্নামেন্ট এইচটি ভান্ডারি কাপে আরিয়া গুরুকুল স্কুলের বিপক্ষে কেসি গান্ধী স্কুলের হয়ে ম্যাচের প্রথম দিনেই অপরাজিত ৬৫২ রান করে ধানাওয়াড়ে। তার ১৯৯ বলের ইনিংসে ছিল ৭৮টি চার ও ৩০টি ছক্কার মার। তার স্কুল প্রথম দিনে ১ উইকেট হারিয়ে তুলেছে ৯৫৬ রান। ১৭৩ রান করে আউট হয় ওপেনার আকাশ সিং। আর ১০০ রানে অপরাজিত আছে সিদ্ধেশ পাতিল।

তার এই দুর্ধর্ষ পারফর্ম্যান্সে দিনের শেষে তার দলের স্কোর হয় ১ উইকেটে ৯৫৬ রান। প্রণব ৬৫২ রানে অপরাজিত থাকে। এর আগে এইজে কলিন্সের অপরাজিত ৬২৮ ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। ১৮৯৯ সালে ক্লার্কস হাউসের হয়ে নর্থ টাউনের বিরুদ্ধে এই রান করেছিলেন কলিন্স। কিন্তু ৭৮টি বাউন্ডারি এবং ৩০টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো প্রণবের অপরাজিত ইনিংসটি ১১৬ বছর আগের সেই রেকর্ড ভেঙে দিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ