1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন মিরাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জানুয়ারি, ২০১৬
  • ১২৯ Time View

1440অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দ্বিতীয়বার অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ। ইতোমধ্যেই বিশ্ব আসরে নিজেকে প্রমাণ করেছেন এই অলরাউন্ডার। কখনো হয়নি বলে এবারও হবে না এমন তত্ত্বে বিশ্বাসী নন তিনি। বিশ্বকাপ শুরুর আগে জানিয়ে দিলেন ক্রিকেট খেলা যখন শুরু করেন তখন থেকেই দেশের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন এই তরুণ। আর এবারই সে স্বপ্ন পূরণ করতে চান তিনি।

সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে মেরাজ বলেন, ‘আমি যখন ক্রিকেট প্রথম শুরু করি তখন থেকেই আমার স্বপ্ন অনেক বড়। আর যখন অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাই তখন থেকেই আমার স্বপ্ন একদিন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবো। বিশ্বে নাম করবো। বাংলাদেশের ইতিহাসে কখনো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়নি, সেমিফাইনালও খেলেনি। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছে। এ বছর আমাদের সুযোগ রয়েছে। আমাদের দেশে বিশ্বকাপ, নিজেদের কন্ডিশন, সবকিছুই আমাদের পক্ষেই আছে। সব কিছু যদি ঠিক হয় এবং যদি ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ এবার একটা সুযোগ রয়েছে বিশ্বকাপে ভালো কিছু করার।’

টানা দ্বিতীয়বার বিশ্বকাপে অধিনায়কত্ব করছেন মিরাজ। বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা সতীর্থদের সঙ্গে আলোচনা করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নিয়ে দুইবার অধিনায়কত্ব করছি। গত বিশ্বকাপের অভিজ্ঞতা এবার আমি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি। খেলোয়াড়দের বলেছি বিশ্বকাপ অন্যরকম পরিবেশ, এখানে সব খেলোয়াড় একসঙ্গে থাকে, মাঠে যায়, সরাসরি খেলা দেখায়। তাই এখানে স্বাভাবিক থাকতে হবে এবং নিজেদের খেলা নিয়ে চিন্তা করতে হবে। তাহলে ভালো ক্রিকেট খেলা যাবে।’

উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি থেকে বাংলাদেশের আটটি ভেন্যুতে শুরু হতে যাচ্ছে যুবাদের এই বিশ্বকাপ। তবে ২৭ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ