1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬
  • ১৬৯ Time View

1393বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে কমপক্ষে ১৯ দিন বিশ্রামে কাটালেন ক্রিকেটাররা। বিশ্রাম শেষে আবারও শুরু হলো তাদের ক্রিকেট মিশন। রোববার থেকেই শুরু হয়ে গেলো মাশরাফি-মুশফিকদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রস্তুতি। সে লক্ষ্যেই আজ (রোববার) অনুশীলন ক্যাম্পে ফিরেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সকাল সাড়ে ৯টায় ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করার পর ফিটনেস ক্যাম্পে যোগ দেন মাশরাফিরা।

এদিন ব্যাট বলের কোন অনুশীলন হয়নি। তবে লম্বা বিরতির পর ফিটনেসের কথা মাথায় রেখে জিমে সময় কাটান ক্রিকেটাররা। প্রায় দেড় ঘণ্টাব্যাপী ফিটনেসে সময় দেয়ার পর দুপুর ১টার দিকে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গা গরম করার জন্য ফুটবল খেলেন টাইগাররা।

অনুশীলন ক্যাম্পের জন্য প্রাথমিক দলে থাকা ২৭ ক্রিকেটারের মধ্যে ২৫ জন এদিন উপস্থিত ছিলেন। সদ্য বাবা হওয়া সাকিব আল হাসান স্ত্রীকে সঙ্গ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকায় অনুশীলনে আসতে পারেননি। এছাড়াও অসুস্থতার জন্য আসেননি উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। আর ট্রেনারের কাছে রিপোর্ট করলেও ফিটনেস ক্যাম্পে যোগ দেননি তামিম ইকবাল।

প্রথম দু’দিন কন্ডিশনিং ক্যাম্প করার পর আগামী মঙ্গলবার থেকে স্কিল অনুশীলন শুরু করার কথা রয়েছে। দুই এক দিনের মধ্যেই প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে যোগ দেয়ার কথা রয়েছে। ৭ জানুয়ারি পর্যন্ত মিরপুরে অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেবে ৮ জানুয়ারি।

এদিকে, বাংলাদেশ জাতীয় দলের অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এদিন জানান, আজই (রোববার) সন্ধ্যার পর জিম্বাবুয়ে সিরিজকে লক্ষ্য রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করা হবে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড
মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, জহিরুল ইসলাম অমি, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, সোহাগ গাজী, সাকলাইন সজিব, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ,  আবুল হাসান রাজু, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ