1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

‘শ্রীলংকার জন্য সত্যি লজ্জার একদিন’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ৮১ Time View

1210একে তো ২৭.৪ ওভারে ১১৭ রানে অলআউট। লজ্জার জন্য এই স্কোরটাই ছিল যথেষ্ট। এরপর যখন মার্টিন গাপটিল অতিমানবীয় একটি ইনিংস খেলে ফেললেন এবং নিউজিল্যান্ডকে মাত্র ৮.২ ওভারে ১০ উইকেটে জিতিয়ে দিলেন, তখন সেই লজ্জাটা প্রলম্বিত হয়ে কোন পর্যায়ে পৌঁছাল, তা নিরূপন করাই যেন বেশ কঠিন। শ্রীলংকার কেই কেউ একে ‘ব্ল্যাক মানডে’ বলেই অভিহিত করতে শুরু করে দিয়েছেন। দেশটির অন্তর্বর্তীকালীন কোচ জেরোম জয়ারত্নেও বললেন, ‘শ্রীলংকার জন্য সত্যি এটা লজ্জার একটি দিন।’

নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের লজ্জাজনক পরাজয়ের পর শ্রীলংকার কোচ জেরোম জয়ারত্নে বলেন, ‘সত্যিকারার্থেই আজকের দিনটা আমাদের জন্য খুবই লজ্জার। এটা খুবই হতাশাজনক। আমরা কোনভাবেই এমন লজ্জাজনক পারফরম্যান্স প্রত্যাশা করিনি। টেস্ট সিরিজেও তো আমরা ম্যাচ রক্ষার পর্যায়ে ছিলাম। এমনকি কোন কোন ক্ষেত্রে জয়ের পর্যায়েও ছিলাম; কিন্তু আপনি যখন ক্রাইস্টচার্চের এই দুটি ওয়ানডের দিকে তাকাবেন, তখন দেখা যাবে কতটা লজ্জাজনক পারফরম্যান্স আমরা করেছি।’

শ্রীলংকার ম্যাচ পরিকল্পনা নিয়ে জয়ারত্নে বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল, প্রথম ১০ ওভার রক্ষনাত্মক খেলা। কারণ ওই সময় নতুন বলে কিউই পেসাররা বল করবেন। এরপরই ধীরে ধীরে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করবে; কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, দুই ম্যাচেই শুরুতেই টপ অর্ডারের সেরা তিনজন ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছিলেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ