1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে ক্রিকেটারের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ১৭৭ Time View

এবার ক্রিকেট মাঠে দুর্ঘটনায় মারা গেছেন নামিবিয়ার ২৫ বছর বয়সী এক খেলোয়াড়। 14নামিবিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান রেমন্ড প্রভিন্সিয়াল ওয়ানডে চ্যালেঞ্জ আসরে ব্যাটিংয়ের সময় স্ট্রোক করেন। নামিবয়ার রাজধানী উইন্ডহোকে প্রথম শ্রেণির ম্যাচটি চলাকালীন এ ঘটনা ঘটলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানেন তিনি।
নামিবিয়া ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রিচার্ড ফ্রাংকেল রেমন্ডের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে জানান, ‘আমরা গভীর ভাবে শোক প্রকাশ করছি রেমন্ডের পরিবারের প্রতি। নামিবিয়া ক্রিকেটের সম্পদ হিসেবেই তাকে পেয়েছিলাম। কিন্তু, বড় অসময়ে খুব সে আমাদের ছেড়ে চলে গেল। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
২০০৭ সালে কানাডার বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে অভিষেক হয় রেমন্ডের। ডানহাতি এ ব্যাটসম্যান ৯২টি প্রথম শ্রেণির ম্যাচ থেকে ৫টি শতক আর ২০টি অর্ধশতক নিয়ে করেছেন ৪,৩০৩ রান। লিস্ট এ’র ১০৩ ম্যাচ খেলে রান করেছেন ২,৬১৮ রান, যেখানে তার অর্ধশতক ১৮টি। আর ৭০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রেমন্ড সাতটি অর্ধশতক হাঁকিয়ে করেছেন ১,৫৫০ রান।
গত বছর মাথায় বল লেগে প্রাণ হারান অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ। তারপর ভারতের ঘরোয়া ক্রিকেটের আরেক তরুণ ক্রিকেটারও ক্রিকেট মাঠে প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ