1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে বিপিএলের পর্দা উঠছে আজ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
  • ২০১ Time View

আজ শুক্রবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ 19প্রিমিয়ার লিগের। বিকেল ৪ টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
গতকাল বৃহস্পতিবার বিকালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান বিপিএলের গভর্নিং বোর্ডের সদস্য শেখ সোহেল।
উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপ্তি ৪ ঘণ্টারও বেশি সময়ের হবে। যা শুরু হবে বিকাল ৪ টায়, আর শেষ হবে রাত আটটার পর।
অনুষ্ঠান সম্পর্কে বিসিবির পরিচালক ও উদ্বোধনী অনুষ্ঠান কমিটির প্রধান শেখ সোহেল বলেন, ‘শুক্রবার বিকাল ৩ টায় স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে। বিকাল সাড়ে চারটায় নৃত্য শিল্পি মৌ’র নৃত্য পরিবেশনা দিয়ে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। পরে স্টেজ মাতাবেন চিরকুট ব্যান্ড। চিরকুটের পর বিকেল ৫ টা থেকে দর্শকদের গানের মুর্ছনায় মাতিয়ে রাখবে আরেক ব্যান্ড দল এলআরবি। এলআরবির পর সন্ধ্যা ৬ টায় গান গাইবেন মমতাজ। এরপরেই সন্ধ্যা ৭ টায় স্টেজে উঠবেন কেকেখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ। কেকে’র সংগীত পরিবেশনা শেষে রাত ৮ টায় বিপিএলের উদ্বোধনী বক্তব্য দেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বক্তব্যের পর থাকছে লেজার শো, তারপর নৃত্য পরিবেশন করবেন জ্যাকুলিন ফার্নান্দেজ। জ্যাকুলিনের শেষে আসবেন হৃত্বিক রোশন। সব শেষে থাকছে আরও একটি লেজার শো।’
তিনি আরও বলেছেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন কেকে। চলে এসেছে হৃত্বিকের ড্যান্স গ্রুপ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পা রাখবেন ভারতীয় সুপারস্টার ঋত্বিক।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ