1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

ওয়াকাতেই ক্রিকেটকে গুডবাই বললেন জনসন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫
  • ২০১ Time View

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের মাঝপথেই ক্রিকেট থেকে অবসর 14ঘোষণা করলেন মিচেল জনসন৷নিজের পছন্দের মাঠ ওয়াকাতেই কেরিয়ারের শেষ স্পেলটা করে নিলেন তিনি৷দিন কয়েক আগেও ১টি সাক্ষাৎকারে জনসন বলেছিলেন যে, প্রতিদিনই তাঁর মাথায় এখন অবসরের ভাবনা ঘোরা-ফেরা করে৷শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়েই ফেললেন৷
চোট-আঘাত সত্ত্বেও টেস্ট বোলারদের তালিকায় আজ ৮ নম্বরে থাকা জনসন অবসরের প্রসঙ্গে বলছেন,‘ক্রিকেটকে গুডবাই বলার এটাই সেরা সময়৷দেশের হয়ে খেলতে পারাটা অত্যন্ত গর্বের ব্যাপার৷কেরিয়ারের প্রতিটা মুহূর্ত আমি দুর্দান্ত ভাবে উপভোগ করেছি৷এই যাত্রাটা অসাধারণ ছিল৷কিন্ত কোনও একটা সময় এসে থামতে হয়৷কারণ ব্যাগি গ্রিনদের হয়ে খেলার জন্য যে মানদ- হওয়া উচিৎ সেখান থেকে আমি নেমে গিয়েছি৷ফলে আমি আর খেলব না৷’
অস্ট্রেলিয়ার সর্বাকালের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় ৪ নম্বরেই থাকবেন জনসন৷পার্থে ১টি উইকেট নিয়ে ব্রেট লি-র ৩১০টি উইকেট নেওয়ার রেকর্ড ভেঙে দিয়েছেন জনসন৷তাঁর ঝুলিতে এখন ৩১১টি উইকেট৷সবার উপরে রয়েছেন শেন ওয়ার্ন (৭০৮), তারপরে গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) এরপর যথাক্রমে ডেনিস লিলি (৩৫৫)৷জনসন দেশের হয়ে ১৫৩টি ওয়ানডেও খেলেছেন৷২৩৯টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে৷এছাড়া ৩০ টি-২০ ম্যাচে ৩৮টি উইকেট আছে জনসনের৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ