1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

ইউনুসকে রাখতে চায় পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫
  • ৬৬ Time View

unuscসময়সীমা আছে ৭ জানুয়ারি পর্যন্ত, কিন্তু সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জানিয়েছে ইংল্যান্ড৷ পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড সম্ভবত ৪ জানুয়ারি৷ সাইদ আজমল ইতিমধ্যেই নিজেকে সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ দল থেকে৷ যদিও তাকে প্রাথমিক ৩০ জনের দলে রাখা হয়েছিল৷ মুহম্মদ হাফিজও সন্দেহজনক অ্যাকশনের দায়ে অভিযুক্ত৷ শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে রাখা হবে কি না, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে৷ অনেকেই চাইছেন, অভিজ্ঞতার কথা মাথায় রেখে হাফিজকে রাখা হোক৷

হাফিজকে দলে রাখা হোক বা না হোক, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ইউনুস খানের দুর্দান্ত ফর্ম তাকে বিশ্বকাপের দলে ঢোকার স্বপ্ন দেখাচ্ছে৷ অধিনায়ক মিসবাহ উল হকও নাকি ইউনুসকে দলে রাখতে চান৷ ইউনুস স্বয়ং বলেছেন, ‘আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা আমার কথা ভাববেন৷ এটাই সম্ভবত আমার শেষ বিশ্বকাপ৷ সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব৷’

একই কথা বলেছেন গতবারের অধিনায়ক শহিদ আফ্রিদি৷ গত বিশ্বকাপে আফ্রিদির নেতৃত্বে সেমিফাইনালে উঠে হেরে যায় পাকিস্তান৷ মোহালির সেই সেমিফাইনালে পাকিস্তানকে হারতে হয়েছিল ২৯ রানে৷ ৮৫ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন শচিন টেন্ডুলকার৷

প্রসঙ্গত, বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ১৫ ফেব্রুয়ারি, অ্যাডিলেডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে৷ এর আগে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাঁচবার সাক্ষাতে প্রতিবারই হারতে হয়েছে পাকিস্তানকে৷ কাজেই এ বার পাকিস্তানের কাছে রেকর্ড বদলের পরীক্ষা৷

ও দিকে, ইংল্যান্ড যে ১৫ জনের দল ঘোষণা করেছে, সেই একই টিম বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজেও খেলবে৷ বাকি দুটি দল ভারত ও অস্ট্রেলিয়া৷ বিশ্বকাপের গ্রুপ বি-তে অবশ্য ভারতের দিকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কেউ নেই৷ ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড এইরকম: ইওন মর্গ্যান (অধিনায়ক), স্টুয়ার্ট ব্রড, রবি বোপারা, জো রুট, জেমস ট্রেডওয়েল, জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, গ্যারি ব্যালান্স, স্টিভন ফিন, ক্রিস ওকস, মইন আলি, আলেক্স হেলস, জোস বাটলার, ক্রিস জর্ডন, জেমস টেলর৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ