1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

রোনাল্ডো নেমেও হারের হ্যাটট্রিক আটকাতে ব্যর্থ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০১৪
  • ৬৬ Time View

এক লক্ষ ন’হাজার তিনশো আঠারো!

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে মিশিগান বিশ্ববিদ্যালয় মাঠের স্কোরবোর্ডে এই সংখ্যাটাই জ্বলজ্বল করছিল স্কোরবোর্ডে। যা খেলা দেখতে আসা দর্শকের সংখ্যা।image_92946_0

মাঠের ভিতরে ফান গল এবং কার্লো আন্সেলোত্তিফুটবল বিশ্বের দুই আক্রমণাত্মক কোচের টক্করে অবশ্য জিতলেন প্রথম জনই। পর পর দু’ম্যাচের পর তৃতীয় ম্যাচেও ফান গলের ম্যান ইউয়ের কাছে ১-৩ হারল রিয়াল। আগের দু’ম্যাচে মাঠে না খেললেও নিজের পুরনো দলের বিরুদ্ধে ৭৪ মিনিটে নেমে রোনাল্ডোও পারলেন না রিয়ালের হারের হ্যাটট্রিক রুখতে। স্বভাবতই বিমর্ষ রিয়াল সমর্থকরা। যে দলটা আড়াই মাস আগেও দশম চ্যাম্পিয়ন্স লিগ (লা ডেসিমা) জিতে খ্যাতির সপ্তম স্বর্গে বিচরণ করছিল, তারাই মার্কিন মুলুকে প্রাক-মরসুম প্রস্তুতিতে গিয়ে টানা তিন ম্যাচ হারায় হঠাৎই সমালোচনার মুখে। উল্টো দিকে, সোমবার টুর্নামেন্টের ফাইনালে খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও লিভারপুল।

তাৎপর্যপূর্ণ এটাই, বিশ্বকাপের ব্যর্থতার পর এ দিনও রিয়ালের গোলে ছিলেন কাসিয়াস। প্রথমার্ধেই তাকে পরাস্ত করে জোড়া গোল করে যান ম্যান ইউয়ের অ্যাশলে ইয়ং। প্রথমটা ২১ মিনিটে জোরালো শটে। দ্বিতীয়টা ৩৬ মিনিটে। ম্যান ইউয়ের দ্বিতীয় গোলের ক্ষেত্রে অনেকেই দায়ী করছেন কাসিয়াসের অনুমান-ক্ষমতার ভুলকেই। তবে ইয়ংয়ের জোড়া গোলের মাঝে ২৬ মিনিটে পেনাল্টি থেকে অবশ্য রিয়ালকে সমতায় ফিরিয়েছিলেন গ্যারেথ বেল। ম্যান ইউয়ের হয়ে ম্যাচের শেষ লগ্নে তৃতীয় গোল করে যান জেভিয়ার হার্নান্দেজ।

তবে টানা তিন ম্যাচ হারের পরেও রিয়াল কোচ আন্সেলোত্তি ভরসা রাখছেন কাসিয়াসের উপরই। ১২ আগস্ট গ্যারেথ বেলের ঘরের মাঠ কার্ডিফে উয়েফা সুপার কাপে সেভিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে রিয়ালের। সেই ম্যাচে কাসিয়াসকেই তিনি গোলে খেলাবেন বলে জানিয়েছেন আন্সেলোত্তি। তার কথায়, “সুপার কাপেও কিপার কাসিয়াস। তার পর দেখা যাক কী হয়!” দলের এই হারের হ্যাটট্রিক সম্পর্কে তার মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ। “আমরা ভাল খেলতে পারিনি। রোনাল্ডোকে বাইরে রেখে কী ভাবে খেলতে হয় তা নিয়ে এখনও সড়গড় নয় দলের অন্যরাও।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “সুপার কাপ কিন্তু অন্য খেলা। আমরা পুরো দল খেলাতে পারিনি এখানে। বিশেষ করে টনি ক্রুজ আর হামেস রদ্রিগেজ টিমে এলে দলের চেহারাই পাল্টে যাবে। রোনাল্ডোরও ম্যাচ ফিট হতে লাগবে আর একটা সপ্তাহ। মরসুমের প্রথম দিন থেকেই খেলতে পারবে ও।” এরই মাঝে চাগাড় দিয়েছে অ্যাঞ্জেল দি’মারিয়া এবং স্যামি খেদিরার দল ছাড়ার খবর। সে প্রসঙ্গে রিয়াল কোচের প্রতিক্রিয়া, “দু’জনকেই বলে দেওয়া হয়েছে ৫ আগস্ট অনুশীলনে ওদের প্রতীক্ষায় থাকব।”

উল্টো দিকে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম বার কোচিং করাতে এসেই প্রথম খেতাবের হাতছানি ফান গলের সামনে। ম্যান ইউ কোচ বলছেন, “এই জয় আত্মবিশ্বাস বাড়াবে। আর রিয়াল কখনওই হারতে চায় না। তাই ওরা রোনাল্ডোকে আজ নামিয়ে দিয়েছিল। তবে মাঠে আমাদের পরিকল্পনাই আজ  খেটে গিয়েছে।” তবে ম্যান ইউ কোচ এরই মাঝে জানিয়ে দিয়েছেন, দেরিতে অনুশীলনে নামার জন্য রবিন ফান পার্সিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুর বেশ কয়েকটা ম্যাচে প্রথম দলে রাখা হবে না। কারণ বিশ্বকাপের পর চোটের জন্য ম্যান ইউ অনুশীলনে নামেননি ফান পার্সি। আসেননি মার্কিন মুলুকে প্রাক-মরসুম প্রস্তুতি টুর্নামেন্টেও। ফান গলের সোমবার থেকে অনুশীলনে নামছেন ম্যান ইউয়ের এই ডাচ ফরোয়ার্ড। ১২ অগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে এবং তার চার দিন পরে ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসির বিরুদ্ধে যে ফান পার্সি দলে থাকবেন না তা পরিষ্কার করে দিয়েছেন ম্যান ইউ কোচ। তার কথায়, “রবিন সব ম্যাচ খেলতে চায়। কিন্তু সেটাতো দলের বাকি ৩০ জনও চায়। যে ফুটবলার তিন সপ্তাহ অনুশীলনে নেই তাকে নামিয়ে দিতে পারি না। পুরো ম্যাচ ফিটনেস এলেই রবিন আসবে প্রথম দলে।”- সংবাদ সংস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ