1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

বেক্সিমকোর সাড়ে ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২
  • ৮৭ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লি.।

এদিন বেক্সিমকো লিমিটেডের ১৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া বেক্সিমকো লি. কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৯৩ দশমিক ৮ টাকায় এবং সর্বনিম্ন ৯০ দশমিক ৪ টাকায় লেনদেন হয়।

গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ৮৯ টাকায়।

বৃহস্পতিবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে বেক্সিমকো লি. কোম্পানির মোট লেনদেন হয় ১৩ কোটি ৬১ লাখ ৪৩ হাজার ২০০ টাকা, ন্যাশনাল ব্যাংক ১২ কোটি ২৩ লাখ ৮০ হাজার টাকা, গ্রামীণফোন ১১ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৩০০ টাকা, লংকা-বাংলা ফাইন্যান্স ৯ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার   ৬০০ টাকা, ঢাকা ব্যাংক ৭ কোটি ৯১ লাখ  ৬০ হাজার ১০০ টাকা, সাউথ-ইস্ট ব্যাংক ৭ কোটি ৩৪ লাখ ২৭ হাজার ৬০০ টাকা, ইউনাইটেড এয়ার ৭ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা, বেক্সফার্মা ৬ কোটি ১৫ লাখ ৩৮ হাজার টাকা, এবং সামিট পাওয়ার ৫ কোটি ৪২ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।

ভলিউম বিক্রির ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড এয়ার ৩৭ লাখ ৬৬ হাজার ভলিউম, ন্যাশনাল ব্যাংক ৩০ লাখ ৬২ হাজার ৭০০ ভলিউম, সাউথ-ইস্ট ব্যাংক ২৮ লাখ ১০ হাজার ৫০০ ভলিউম, আরএন স্পিনিং ২২ লাখ ৫৯ হাজার ৭৫০ ভলিউম, এসআইবিএল ২০ লাখ ৮০ হাজার ৫০০ ভলিউম, বিকন ফার্মা ১৮ লাখ ৪৪ হাজার ভলিউম, ঢাকা ব্যাংক ১৭ লাখ ৯৬ হাজার ৮০০ ভলিউম, মার্কেন্টাইল ব্যাংক ১৭ লাখ ৩৫ হাজার ৫০০ ভলিউম, ইউসিবিএল ১৪ লাখ ৭৯ হাজার ২০০ ভলিউম এবং বেক্সিমকো লি. ১৪ লাখ ৭৬ হাজার ৩০০ ভলিউম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ