1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

দুই কিংবদন্তির আক্ষেপ মোচনের বিশ্বকাপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০১৪
  • ৬৮ Time View

বিশ্বকাপ ফুটবল অনেক কিংবদন্তির উত্থান দেখেছে। আবার ঝরে পড়তেও দেখেছে অনেকে মহারথীকে। দীর্ঘ এই তালিকায় থাকবে জর্জ বেস্ট, ফেরেস্ক পুসকানের মতো ধ্রুবতারার নাম। যারা তাদের অমিত ফুটবল প্রতিভা দিয়ে চারপাশকে বিমুগ্ধ করে রাখতেন। কিন্তু বিশ্বকাপের একটা সোনালী ট্রফির অভাবে তাদের ট্রফিকেস-টা শেষ পর্যন্ত পরিপূর্ণতা পায়নি। তাই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ২০১৪ বিশ্বকাপটা ভিন্ন এক ধরনের লড়েইয়ে পরিণত হয়েছে। কারণ ব্যক্তিগত দ্বৈরথে সমান্তরালে চলা এই দুই তারকা এই বিশ্বকাপ জয়ের মাধ্যমেই নিজের প্রবল প্রতিদ্বন্দ্বীকে ধারপাশ থেকে একেবারে ছিটকে দিতে পারেন। হয়ে উঠতে পারেন রুপকথার অংশ।image_95268_0

মেসি ও রোনালদোর অনন্যতা:
রোনালদোর প্রধান শক্তি হলো দুই পায়ের অবিশ্বাস্য শক্তি, গতি ও স্কিলের মিশেল। পেশির ব্যবহার করে মারাত্মক গতিতে শট নেয়ার ক্ষমতা রাখেন পর্তুগিজ সেনসেশন। বিশাল উচ্চতায় উঠে হেড নেয়ারও ক্ষমতা রাখেন তিনি। অনেকটা ব্রাজিল কিংবদন্তি পেলের মতো। অন্যদিকে মেসির মরণাস্ত্র হলো ড্রিবলিং। ধারাবাহিক গোল করার ক্ষমতা আছে আর্জেন্টাইন ফুটবল যাদুকরের। পায়ের জঙ্গল থেকেও জায়গা বের করতে পারেন। সেজন্য প্রতিপক্ষকে সবসময় অজানা বিপদের শঙ্কায় থাকতে হয়।
মেসি রোনালদোর তুলনা:
বার্সেলোনা প্রাণ ভোমরা মেসি ফুটবল ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি ৯১টি গোল করার নজির গড়েছেন। আর্জেন্টিনার জার্সিতেও এক বছরে সবচেয়ে বেশি গোল করার কৃতিত্ব তার। স্প্যানিশ লা লিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি ৮টি হ্যাটট্রিক আর্জেন্টিনা অধিনায়কের। তাছাড়া চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে টানা চারবার সর্বোচ্চ গোল করার বিস্ময়কর এক রেকর্ডও মেসির দখলে।
অন্যদিকে ম্যাচের প্রথম মিনিট থেকে খেলার প্রত্যেক মিনিটেই গোল করার অভূতপূর্ব একটি রেকর্ড গড়েছেন রোনালদো। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি ১৭টি গোল মাদেইরার যুবরাজের। লা লিগার ইতিহাসে ম্যাচপিছু সবচেয়ে বেশি গোল পর্তুগিজ ফুটবলের পোস্টার বয় রোনালদোর দখলে। ম্যাচ প্রতি তার গোল গড় ১.০৮।
তুলনায় ২০১৩-১৪ মৌসুম:
ফুটবলের গেল মৌসুমে রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি উভয়েই ইনজুরিতে ভুগেছেন। তবে মেসির কপালে ইনজুরির এই ছোবল সবচেয়ে প্রকট ছিল। কারণ টানা চারবার ইনজুরির ধকল সামলাতে হয়েছে তাকে। যাতে টানা চারবারের ফিফা বর্ষসেরা তারকার পারফরম্যান্সে দারুণভাবে আততায়ী ইনজুরির প্রভাব পড়েছে।
মেসি: লা লিগায় ২৮ , চ্যাম্পিয়নস লিগ ৮ ও কোপা দেল রে ৫ গোল।
রোনালদো: লা লিগায় ৩১, চ্যাম্পিয়নস লিগ ১৭ ও কোপা দেল রে ৩ গোল।
দেশের জার্সিতে দুজন:
আর্জেন্টিনার জার্সিতে ৮৬ ম্যাচ খেলে মেসি ৩৮ গোল করেছেন। অন্যদিকে রোনালদো পর্তুগালের জার্সিতে ১১০ ম্যাচ খেলে ৪৯টি গোল করেছেন। এছাড়া বিশ্বকাপেও এগিয়ে সিআরসেভেন। ফুটবলযজ্ঞে ১০ ম্যাচ খেলে ২টি গোল তার। আর মেসি বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ১টি গোল পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ