আইসিসির বিতর্কিত নতুন কাঠামো (তিন জমিদার- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত) গঠনের আগে আলাদা আইসিসি গঠনের হুমকি দিয়েছিল ভারত। আইসিসির রাজস্ব আয়ের সিংহভাগ দাবি করেছিল ভারত। ভারতের ওই হুমকির ফলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এ সংস্কার প্রস্তাবে রাজী হয়। ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই এর সেক্রেটারি সঞ্জয় পাটেল এ কথা জানিয়েছেন।
তিনি জানান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারতের এ প্রস্তাবে রাজী হয়ে আইসিসি’র রাজস্ব আয়ের সিংহভাগ ভারতকে দেয়ারও সিদ্ধান্ত নেয়।
সঞ্জয় পাটেল বলেন, আইসিসির নতুন কাঠামো গঠনের সময় মিডিয়ার অনেকেই আমাদের নিয়ে সমালোচনা করেছে এবং অনেকেই এ সংস্কার প্রস্তাবের বিরোধীতা করেছিল। কিন্তু আমরা বলেছিলাম, ভারতের এ প্রস্তাবে যদি তারা রাজী না হয় ও ন্যায্যা হিস্যা না দেয় তবে আমরা আলাদা আইসিসি গঠন করব। এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া আমাদের দাবি মেনে নিয়ে সমোঝতা করে এবং বাকি ১০টি দেশ এতে সই করে। আগামী ২৭ জুন নতুন এ প্রস্তাব কার্যকর হবে।
এদিকে আদালত বিসিসিআইয়ের সাবেক সভাপতি এন শ্রীনিবাসনের আইসিসির নতুন কাঠামোর চেয়ারম্যান হওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি না করায় তিনিও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । বর্তমানে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে আছেন সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।
পাটেল বলেন, চলতি মাসের শেষের দিকে ভারত আইসিসির গুরুত্বপূর্ণ অংশ হবে। আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকায় আগামী ২৭ জুনের অনুষ্ঠানে যোগ দিতে শ্রীনিবাসন আমাদের সাথে মেলবোর্নে যাবেন।
আইপিএল এর ব্যাপারে পাটেল বলেন, এবারের আইপিএল আসরে গতবারের চেয়ে বেশি লাভ হয়েছে।