সেই কবে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা ৷ তারপর কেটে গিয়েছে ২৮টি বছর। এরপর পার হয়ে গিয়েছে বহু শীত-বসন্ত, কিন্তু বিশ্বকাপ আর আসেনি আর্জেন্টিনায় ৷ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মেসি ও ম্যারাডোনা জুটি সফল হতে পারেননি ৷ দেখতে দেখতে এসে গিয়েছে আরও একটি বিশ্বকাপ ৷এবার কি আক্ষেপ ঘোঁচাতে পারবেন মেসি-আগুয়েরা-হিগুয়েইনরা ? আর কয়েকদিন বাদেই ব্রাজিলে উড়ে যাবেন মেসিরা ৷ যে বিমানে করে উড়বেন মেসিরা, সেটিও প্রস্তুত ৷
এরোলাইনেস আর্জেন্টিনাসের বিমানটির শরীর সাজানো হয়েছে আকাশি-সাদা রং ৷ পাখার দিকটায় লেখা ‘ভামোস আর্জেন্টিনা’ ৷ যার অর্থ হলো ‘এগিয়ে চলো আর্জেন্টিনা’। সামনের দিকে দলের তিন প্রধান ভরসা সের্জিও আগুয়েরো, গনজালো হিগুয়েইন ও লিওনেল মেসির উদযাপনের ছবি ৷ আর্জেন্টিনা দল যে এই তিনজনের দিকে তাকিয়ে রয়েছে, সেটাই তুলে ধরা হয়েছে বিমানের ছবিতে ৷ আলেসান্দ্রো সাবেয়ার দল এই মুহূর্তে অনুশীলনে ব্যস্ত বুয়েনোস এয়ারসে।