1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ ৩৩৬ জনের গেজেট বাতিলে সুপারিশ জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ

নাইকি-অ্যাডিডাসের বিশ্বকাপ লড়াই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪
  • ৮১ Time View

বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্দো সহ বিশ্বের সেরা দশ ফুটবলারের মধ্যে ছ’জন এক সংস্থার দখলে৷ আর এক সংস্থার হাতে লিও মেসি সহ আর দুই ফুটবলার৷ আরও একটি সংস্থা, যাদের দখলে রেখেছে মাত্র এক জন সুপারস্টার ফুটবলার৷ মারিও বালোতেলি৷image_83852_0

এই লড়াই মাঠের নয়, মাঠের বাইরের৷ নাইকি, অ্যাডিডাস, পুমা— বিশ্বকাপের বাজারে তিন ক্রীড়া সরঞ্জাম প্রস্ত্ততকারী সংস্থার মধ্যেও চলছে তুল্যমূল্য লড়াই৷ নাইকির ব্র্যান্ড অ্যাম্বাসাডার যখন রোনাল্দো, তখন অ্যাডিডাসের মেসি৷ পুমার বালোতেলি৷

আর দেশের স্পনসরশিপের লড়াই? গতবার বিশ্বকাপে আটটা দেশের স্পনসর ছিল নাইকির দখলে৷ এবার তা বেড়ে দশে৷ ব্রাজিল, নেদারল্যন্ডস, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ক্রোয়েশিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, গ্রিস ও অস্ট্রেলিয়া৷ আর অ্যাডিডাসের প্রাপ্তি? গত বিশ্বকাপে তাদের দখলে ছিল দশটি টিম৷ এবার গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, আর্জেন্তিনা, জার্মানি সহ কলম্বিয়া, মেক্সিকো, জাপান, রাশিয়া ও নাইজেরিয়া— এই আটটি দেশ৷ আর পুমার হাতে ইতালি, উরুগুয়ে, ক্যামেরুন, আইভরি কোস্ট, চিলি, সুইৎজারল্যান্ড ও ঘানার মতো সাতটি দেশ৷

তিন সংস্থা নয়, বিশ্ব বাজারে আসলে লড়াই নাইকি আর অ্যাডিডাসের৷ বিশ্বের সেরা প্লেয়ার দখলে রাখা মানে, বিপণনের বাজারে সবচেয়ে এগিয়ে রাখা৷ সেই কাজটা করে রেখেছে নাইকি৷ ব্যালন ডি’ওর জেতা রোনাল্দো একাই পাল্টে দিয়েছেন নাইকির ব্যবসায়ী লাভ৷ রোনাল্দোর জার্সিই সারা বছরে বিকিয়েছে প্রায় কুড়ি লাখ৷ সেখানেও পিছিয়ে মেসি৷

ব্রাজিল বিশ্বকাপে প্রচার থেকে শুরু করে বিপণনের জগত্, সর্বত্রই এগিয়ে নাইকি৷ জার্মানির সোয়েনস্টাইগার, উরুগুয়ের লুইস সুয়ারেস, ব্রাজিলের দানি আলবেসদের নিয়ে সদ্য প্রকাশিত বিজ্ঞাপন ব্যাপক সাড়া ফেলেছে ফুটবল বিশ্বে৷ কিন্ত্ত অ্যাডিডাসের চিফ এক্সিকিউটিভ হারবার্ট হেইনার সাফ জানিয়ে দিচ্ছেন, ‘ফুটবলই আমাদের একমাত্র ডিএনএ৷ আমাদের একটাই লক্ষ্য, ফুটবল বিশ্বে এক নম্বর হওয়া৷’ কিন্ত্ত হিসেব বলছে, নাইকি এ বার সব দিক থেকেই অ্যাডিডাসকে পিছনে ফেলে দিয়েছে৷ এতদিন বিশ্ব ফুটবলে অ্যাডিডাসের বুট ছিল সবচেয়ে জনপ্রিয়৷ সেটাতেও কিছুটা হলেও থাবা বসিয়েছে নাইকি৷

বিশ্ব ফুটবলের প্রথম দশে থাকা সুপারস্টার ফুটবলারের তালিকায় মারিও বালোতেলি একমাত্র পুমার হাতে৷ কেন? বালোতেলি নিজেই বলেছেন, ‘প্রথম যখন পুমার বুট দেখি, মনে হয়েছিল, ওরা কী পাগল? কিন্ত্ত যখন বুঝতে পারি, ওরা তা নয়, তখনই পুমার সঙ্গে জুড়ে যাই৷ ওরা আর সবার থেকে আলাদা৷’

বালোতেলির খোলাখুলি মন্তব্যের পর কতটা বাজার চড়ছে পুমার? নাহ্, নাইকি-অ্যাডিডাসের সঙ্গে সে ভাবে লড়াইয়ে নেই তারা৷ যেমন চুলচেরা লড়াইয়ে অ্যাডিডাসের থেকে আবার অনেকটাই এগিয়ে নাইকি৷- ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ