1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

কলকাতার মিডিয়ায় সাকিব বন্দনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০১৪
  • ৮৫ Time View

sakib al hasan kটেস্ট আর ওয়ানডে র্যাং কিংয়ে একসময় শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে তার প্রতিভা বিচ্ছুরিত হয়নি সেভাবে। এবারের আইপিএলে প্রমাণ হয়ে গেছে এই ফরম্যাটেও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এই বাংলাদেশি সাবেক অধিনায়ক। এ কারণে ওপার বাংলার গণমাধ্যমে জোরেশোরে শুরু হয়েছে সাকিব-বন্দনা।

কলকাতার ‘এই সময়’ পত্রিকায় সাকিবকে দিয়েছে ‘মিস্টার ডিপেনডেবল’ তকমা। পত্রিকাটি শুরুতেই বলেছে, ‘আইপিএল সেভেনে দুই বাংলার সাঁকো তিনিই!’

‘আনন্দবাজার পত্রিকা’য় সাকিবকে নিয়ে করা বিশেষ প্রতিবেদনে লেখা হয়েছে, ‘বিশ্বকাপ ফুটবল থেকে মনন সাময়িক সরেছে বাংলাদেশ জনতার। সিএসকে ও আরসিবি ম্যাচে তাঁর ব্যাটিং বিস্ফোরণের পর ব্রাজিলমুখী বাংলাদেশ জনতা আবার সাকিব-মুখী।’ পত্রিকাটি আরও লিখেছে, ‘সাকিব আল হাসান আবার কলকাতাকে জিতিয়ে দেশে ফিরবেন কি না, সময় বলবে। কিন্তু তাঁর বর্তমান প্রাপ্তিও খুব খারাপ নয়। সোনালি-বেগুনি জার্সিতে তিনি নামলেই ঢাকায় টিভি শোরুমের সামনে আবার গিজগিজে ভিড়, এফএম চ্যানেলের ম্যাচের কমেন্ট্রি জোরে বাজিয়ে দেওয়া, তিনি বাউন্ডারি মারলে তুমুল উল্লাস, চায়ের দোকানে-আড্ডায় আবার তিনি তর্কের বিষয়বস্তু। বৃহস্পতিবারের ঢাকায় যা ঘটল। দেড় মাস আগে ওপার বাংলার ক্রিকেট-বন্দীরকাছে এ-ও বা কম কী?’

অন্যদিকে পৃষ্ঠাজুড়ে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ছবি ছেপেছে ‘এবেলা’ পত্রিকা। ছবিটি তোলা হয়েছে কলকাতা বিমানবন্দরে। ছবির ইনসেটে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে স্ত্রীকে নিয়ে টিম হোটেলে ফিরছেন সাকিব। এছাড়া ২১ মে একই পত্রিকায় জগমোহন ডালমিয়ার কন্যা বৈশালী ডালমিয়া সাকিবকে নিয়ে লিখেছেন বিশেষ কলাম। ‘নায়ক এল না, নতুন নায়কের নামে জয়ধ্বনি’ শিরোনামে লেখায় সাকিবে-মুগ্ধ বৈশালী লিখেছেন, ‘মঞ্চটা হয়তো সাজানো ছিল এক নায়কের জন্য। শাহরুখ এল না। কিন্তু নতুন নায়ক পেল ইডেন। সাকিব আল হাসান!’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ