1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফুটবল: নাসরি-আবিদালকে ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০১৪
  • ১০১ Time View

franch_football_teamচলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটির হয়ে দুর্দান্ত পারফরমেন্স সত্ত্বেও দিদিয়ের দেশমের ফ্রান্স দলে জায়গা হয়নি সামির নাসরির। ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেন মোনাকোর দলনায়ক এরিক আবিদালও।

মঙ্গলবার দিদিয়ের দেশম আসন্ন ব্রাজিল বিশ্বকাপকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেন।

সদ্য শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে সামির নাসরি ৪৬ ম্যাচে ১২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন অনেক গোল।

ক্যান্সারজয়ী এরিক আবিদাল ফ্রান্সের জার্সি গায়ে ৬৭ ম্যাচ খেলেছেন। এই অভিজ্ঞ খেলোয়াড়েরও জায়গা হয়নি দেশমের স্কোয়াডে।

সামির নাসরির বাদ পড়া নিয়ে ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক দেশম বলেন, “ম্যানসিটির জন্য সামির হয়তো খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু ফ্রান্সের হয়ে সে ভালো পারফর্ম করতে পারেনি। সে সিটির নিয়মিত একাদশে জায়গা পেতে পারে। তবে ফ্রান্স দলে নয়।”

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে ফ্রান্সের সাথে রয়েছে সুইজারল্যান্ড, ইকুয়েডর ও হন্ডুরাস। ১৫ জুন হন্ডুরাসের বিপক্ষের ম্যাচ দিয়ে ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

ফ্রান্সের প্রাথমিক দল: গোলরক্ষক হুগো লোরিস, স্টিভ মানদাঁদা, মাইকেল লাদঁরেআউ, ডিফেন্ডার মাথিয়েউ দেবুক, লুকা দিগঁয়ে, পাট্রিক ইভরা, লরেঁ কোসসিয়েলিঁ, বাকারি সাগঁ, লিয়াকুই মাঁগালা, মামাদু সাখো, রাফায়েল ভারেনে, মিডফিল্ডার ইয়োহাঁ কাবায়ে, ব্লাইসে মাতুইদি, ক্লেমেঁ গ্রেঁয়ের, রিও মাভুবা, পল পোগবা, মুসা সিসকো, মাথিয়ে ভালভুয়েঁ, ফরোয়ার্ড করিম বেনজেমা, ওলিভায়ের গিরোউ, আন্তোনিয়ে গ্রিয়েজমানঁ, লোইচ রেমি, ফ্রাঙ্ক রিবেরি ও স্টিফেন রুফিয়ের। সূত্র: গোল ডটকম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ