বিসিবি’র পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনীত কাউন্সিলর আকরাম খান অভিযোগ করে বলেছেন, আমাকে এবং আমার আত্মীয় স্বজনকে উড়ো চিঠি দিয়ে, ফোন করে, মেইল করে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে বলা হচ্ছে, আমি যেন চট্টগ্রামে না আসি। আমার নামে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে।
রবিবার চট্টগ্রাম ক্লাবে বিসিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
কারা এ হুমকি দিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘যারা চায় না আমি চট্টগ্রামের ক্রিকেটের উন্নয়নে কাজ করি, তারাই এসব হুমকি ধমকি দিচ্ছে।’
বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘হুমকি ধমকি দিয়ে আমাকে টলানো যাবে না। এগুলো আমি কেয়ার করি না। কারো হুমকি ধমকিতে আপোষ করবো না। চট্টগ্রামের ক্রীড়া উন্নয়নে কাজ করে যাবো।’
মাসখানেক আগে নজিরবিহীনভাবে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার টুর্নামেন্ট আয়োজনের খরচের টাকা জমা হয়েছে বিসিবি পরিচালক আকরাম খানের ব্যক্তিগত হিসাবে।
এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘বিসিবি’র সিদ্ধান্ত অনুযায়ী আমার হিসাবে টাকা দেয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি। সম্পূর্ণ নিয়ম মেনেই হয়েছে। কোথায় কোন খাতে কত টাকা খরচ করা হচ্ছে সব হিসাব বিসিবিকে দেয়া হবে।’