পুরুষ ফুটবল দলে এবার নারী কোচ নিয়োগ দিয়েছে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের একটি ফুটবল দল।
কস্তা এর আগে কাতার ও ইরানের জাতীয় মহিলা দলের কোচের দায়িত্ব পালন করেন। এছাড়া বেনফিকার সঙ্গে অনুশীলন করেছেন।
স্কটল্যান্ডের চ্যাম্পিয়ন দল সেলটিকের সঙ্গে স্কাউট হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। কস্তার স্পেন ও পর্তুগালের শীর্ষ ক্লাবগুলোর কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে।
নারী কোচ নিয়োগের ব্যাপারে ক্লাবের দেয়া এক বিবৃতিতে বলা হয়, এ নিয়োগ ক্লেরমন্টকে নতুন রূপে পথ দেখাবে।