1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

বিশ্বকাপ: ৩০ সদস্যের নাইজেরিয়া দল ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০১৪
  • ৯৩ Time View

nigeriaজুন মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল বিশ্বকাপের জন্য একের পর এক দল স্কোয়াড সাজাতে শুরু করেছে। এবার ৩০ সদস্যের নাইজেরিয়া দলের নাম ঘোষণা করেছেন কোচ স্টিফেন কেশি।

কেশি দলে রেখেছেন ২৯তম আফ্রিকা কাপের শীর্ষ গোলদাতা ইমানুয়েল ইমেনিককে। সদ্যই ইনজুরি থেকে ফিরেছেন ইমানুয়েল। এছাড়া দলে ফিরেছেন চোট কাটিয়ে উঠা নোসা লিগেবর এবং রিউবেন গ্যাব্রিয়েল।

চারজন গোলকিপার, আটজন ডিফেন্স, আটজন মিডফিল্ডার ও দশজন স্ট্রাইকার নিয়ে নাইজেরিয়ার দল সাজিয়েছেন কোচ স্টিফেন কেশি।

৩০ সদস্যের নাইজেরিয়া দল : ভিনসেন্ট এনিয়েমা, অস্টিন এজিদ, চিগোজিয়া আগবিম, ড্যানিয়েল আকপিয়ি,এল্ডারসন, জুয়ান ওসানিয়া, এফা অ্যামব্রোস, গডফ্রি ওবোয়াবনা, আজুবুকি এগুয়েক, কেনেথ ওমেরু, জোসেফ ইয়োবো, কুনলে ওধুনলামি, জন অবি মিকেল, ওজেনি ওনাজি, রামোন আজিজ, ইজিকে ওজোনি, সানডে এমবা, রিউবেন গ্যাব্রিয়েল, নোসা লিগেবর ও জোয়েল অবি, আহমেদ মুসা, সোলা আমেবি, ভিক্টর মসেস, ইমানুয়েল ইমেনিক, অবিন্না নসোফর, ওসাজে ওদেমউইঙ্গে, মাইকেল বাবাতুনদে, মাইকেল উচেবো, ওধুয়ামাদি ও উচে নওফর।

গ্রুপ পর্বে নাইজেরিয়া খেলবে আর্জেন্টিনা, ইরান ও বসনিয়ার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ