1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

ছক্কা হাঁকালেই জরিমানা!

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০১৪
  • ৭৯ Time View

bat_ক্রিকেটে সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তে যখন কোন ব্যাটসম্যান ছক্কা হাঁকান। বিশ্ব ক্রিমেটের অনেক আসরে এই ছক্কা হাঁকানোর জন্য অনেক লোভনীয় পুরষ্কারও ঘোষণা করে কিছু কিছু কোম্পানি। কিন্তু ছক্কা হাঁকিয়ে জরিমানা গুনতে হলো ব্রিটিশ ক্রিকেট ক্লাবের ‘দ্যা ব্রিটওয়েল সালোমি’কে। কারণ এখানে ছক্কা হাঁকানো নিষেধ।

অক্সফোর্ডশায়ারের গ্রামে নিয়ম, ‘বাউন্ডারি মেরে কোনো রান নেওয়া যাবে না’ অর্থ্যাৎ ‘বাউন্ডারি হিসাব করা হবে না!’ কারণ গ্রামবাসীর অভিযোগ, ছক্কার কারণে নাকি তাদের বাসাবাড়ির বেশুমার ক্ষতি হচ্ছে। এ দিন ব্রিটওয়েল সালোমির ব্যাটসম্যানেরা বোধ হয় বেমালুম ভুলেই বসেছিলেন নিয়মের কথা।

আসলে ছক্কা হাঁকানোর বল পেলে কি আর অতসব মনে থাকে? বোলারদের দুদ্দাড় পিটিয়ে পড়ে বেকায়দায় পড়েছে সালোমি। হয়েছে কী, অক্সফোর্ডশায়ারের ক্লাবটির ওপর বেজায় খেপেছেন প্রতিবেশী ডায়ানা অ্যাটেনবরো। তাঁর অভিযোগ, খেলোয়াড়েরা একের পর এক ছক্কা হাঁকিয়ে বাগান নষ্ট করেছেন। ডায়ানা এতটাই চটেছেন, তিনি ক্লাবকে আদালতে তোলার হুমকি পর্যন্ত দিয়েছেন। ক্লাব কর্তৃপক্ষ অবশ্য তাকে ‘ঠান্ডা’ করতে টাকাও ঢেলেছে। মাঠের চারপাশে জাল দিয়ে ঘিরে দিয়েছে যাতে বল প্রতিবেশীদের ক্ষতি না করে।

এই অদ্ভুত নিয়ম পরিবর্তনেরও দাবি করেছে তারা। কারণ, চার-ছক্কা ছাড়া ক্রিকেট হয় নাকি! কিন্তু বোঝাবে ডায়ানাকে? কিছুতেই রাজি হননি তিনি!-ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ