রবিবার এফএ কাপে ২-১ গোলে লিভারপুলকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আর্সেনাল।
খেলার ১৬ মিনিটে আর্সেনাল অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন প্রথম গোল ১-গ ব্যবধান তৈরি করেন।এর ৪৭ মিনিট পর লুকাস পোডলস্কির আরেকটি গোল করে ব্যবধানটা দ্বিগুণ করেন।অবশ্যই পেনাল্টি থেকে লিভারপুলের স্টিভেন জেরাড্র্ ৫৯ মিনিটে গোল পেয়েছিলেন।কিন্তু তাতে হালে পানি পায়নি লিভারপুল। পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হল লিভারপুলকে।
শেষ আটে আর্সেনাল খেলবে এভারটনের সাথে। ৮ মার্চ ম্যানচেস্টার সিটি লড়াই করবে উইগান অ্যাথলেটিকের সঙ্গে ।