সংবাদে শিরোনাম হওয়া অনেকটা রেওয়াজের মত হয়েছে মারিও বালোতেল্লির। তবে বেশীরভাগ সময়ে বাজে কাজের জন্য তাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। এবার বিষয়টি ভিন্ন। প্রিয় দল এসি মিলানের পরাজয় সহ্য করতে না পেরে অঝোরে কেঁদেছেন এই তারকা ফুটবলার।
ম্যাচের পুরোটা সময় মারিও ভালো খেলতে পারেনি। ৭৩ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন। কিন্তু কোনো গোল করেত পারেননি। শেষ পর্যন্ত জিয়ামপাওলো পাজ্জিনিকে জায়গা করে দিতে মাঠ ছাড়েন বালোতেল্লি। এর কিছুক্ষণ পরই মিলান পিছিয়ে পড়ে ২-১ গোলে। আর ৮২ মিনিটে গঞ্জালো হিগুয়েইন যখন মিলানের বিপক্ষে শেষ গোলটি করেন, তখন আর সইতে পারলেন না বালোতেল্লি। হু হু করে কেঁদে ওঠেন তিনি। যা ক্যামেরার চোখ ফাঁকি দেয়নি। টিভি ক্যামেরা খুঁজে নিল বেঞ্চে বসে থাকা অশ্রুসিক্ত ইতালিয়ান এ স্ট্রাইকারকে।
তবে কেউ কেউ বলছেন বর্ণবাদী মন্তব্যের জন্য কাঁদতে পারেন তিনি। তবে মিলান কোচ ক্ল্যারেন্স সিডর্ফের বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন।
তিনি গণমাধ্যকে বলেন, “এটা স্বাভাবিক খেলোয়াড়সুলভ অভিব্যক্তি। কখনো কখনো খেলোয়াড়রা নিজেদের এভাবেই প্রকাশ করে।”