1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

মুখ খুললেন মুশফিক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০১৪
  • ৬৬ Time View

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। কিন্তু তার আগে দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে প্রশ্ন শুনতে হয়েছে আইসিসির প্রস্তাবিত দ্বি-স্তরবিশিষ্ট ক্রিকেট নিয়ে। বিষয়টি এড়িয়ে যান শ্রীলঙ্কান অধিনায়ক। কিন্তু ক্ষোভ প্রকাশ করেন টাইগার অধিনায়ক মুশফিক। মুশফিকই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক, যিনি এ প্রসঙ্গে মুখ খুলেছেন।

দ্বি-স্তর ক্রিকেটের প্রস্তাব নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তাল বাংলাদেশ। মানববন্ধনও হয়েছে এ নিয়ে। এই প্রস্তাব পাস হলে বিপাকে পড়বে বাংলাদেশ। বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের অদূর ভবিষ্যতে টেস্ট খেলা। কেননা প্রস্তাবের চতুর্থ অনুচ্ছেদের তৃতীয় ধারায় স্পষ্ট করে উল্লেখ আছে, টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বর দলকে কন্টিনেন্টাল কাপ খেলতে হবে। ফলে টেস্ট র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা বাংলাদেশকে কন্টিনেন্টাল কাপ খেলে চ্যাম্পিয়ন হয়ে পরের স্তরে উঠতে হবে। উঠাটা কষ্টকর হবে না হয়তো। তারপরও ১৪ বছর ধরে টেস্ট খেলতে থাকা দেশটিকে দ্বিতীয় স্তরে নেমে যেতে হবে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মুশফিক, ‘দ্বি-স্তরের ক্রিকেট যদি হয়, তাহলে সবার জন্য কার্যক্রম কি রকম হবে। আমরা ক্রিকেট খেলার জন্য কঠিন পরিশ্রম করছি। এটা যদি হয়, তাহলে আমাদের জন্য হবে হতাশার। হলে খুব খারাপ লাগবে। যদিও বিষয়টি আমাদের হাতে নেই।’

এই সিদ্ধান্ত দলের উপর কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন টাইগার অধিনায়ক, ‘সিদ্ধান্ত যাই হউক না কেন, আমরা মাঠে খেলব। আর আমাদের সব সিদ্ধান্তের বিপক্ষেই লড়াই করতে হবে।’ অবশ্য বিষয়টি নিয়ে দলের সতীর্থদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান টাইগার অধিনায়ক, ‘পদ্ধতিটা নিয়ে আমি দলের সবার সঙ্গে আলোচনা করেছি। সবার সেন্টিমেন্ট একই রকম। আমরা গত দুই বছর ধরে ধারাবাহিক ক্রিকেট খেলে যাচ্ছি। এমন সিদ্ধান্ত হলেও আমরা ক্রিকেট খেলে যাব।’ টাইগার অধিনায়ক বিশ্বের অন্য কোনো ক্রিকেটারদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেননি বলে জানান, ‘অন্য দেশের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করিনি এ প্রসঙ্গে। তবে সহসাই বিষয়টি নিয়ে আলোচনা করব।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ