1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

সিলেটে হচ্ছে না প্রথম ওয়ানডে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০১৪
  • ৮৭ Time View

দুবাইয়ে আইসিসির সভাতেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সভাপতি নিশ্চয়তা দিয়েছিলেন বিসিবি সভাপতিকে। জানিয়েছিলেন, বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। সিরিজ শুরুর আগে অবশ্য নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে নিরাপত্তা পরিদর্শক পাঠাবে তারা। দিন তিনেক আগে ঢাকায় এসেছেন দুই শ্রীলঙ্কান নিরাপত্তা পরিদর্শক। পরিদর্শন করেছেন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী এবং মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। সন্তোষ প্রকাশ করেছেন বিসিবি এবং বাংলাদেশ পুলিশের প্রতিশ্রুত নিরাপত্তা পরিকল্পনায়। তবে পরিদর্শন করেননি সিলেট বিভাগীয় স্টেডিয়াম। এতেই নিশ্চিত হয়ে গেছে, সিলেটে খেলা হচ্ছে না দুই দলের প্রথম ওয়ানডে। সেটা হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই বসবে মিরপুরে।

১৩ জানুয়ারি ঢাকায় আসেন দুই শ্রীলঙ্কান পরিদর্শক। এদের একজন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মোহন ডি সিলভা এবং অন্যজন পরিচালক অজিত জয়াসেকেরা। ঢাকায় আসার পর দিনই দুই লঙ্কান পর্যবেক্ষক পরিদর্শনে যান চট্টগ্রামে। এরপর গত পরশু নিরাপত্তা ব্যবস্থা দেখেন মিরপুরের। লঙ্কান পরিদর্শকদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা দেন ঢাকা মহানগরী পুলিশ কমিশনার বেনজির আহমেদ। তার উপস্থাপিত পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সহসভাপতি মোহন ডি সিলভা, ‘আমরা নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা বাংলাদেশ সফরে আসব।’ অবশ্য নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানার আগে পাকিস্তান ঘটনার কথা উল্লেখ করেন দুই পরিদর্শক। উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর দুর্বৃত্তকারীরা আক্রমণ চালিয়েছিল। সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরেছিলেন মাহেলা জয়াবর্ধনারা। গত তিনমাসের সহিংস আন্দোলনে ভেস্তে যেতে বসেছিল শ্রীলঙ্কা সিরিজ। কিন্তু গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের পর পরিস্থিতি এখন অনেক শান্ত। সরকার ও বিরোধী দল বিএনপি ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার কথা বলায় হাফ ছেড়ে বেঁচেছেন এদেশের ক্রিকেটপ্রেমীরা। নিরাপত্তা বিষয়ে বিসিবির পরিচালক মঞ্জুর কাদের বলেন, ‘ডিএমপি কমিশনার খুব ভালোভাবে তাদের বুঝিয়েছেন। তারা সন্তুষ্ট হয়েছেন।’ দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-২০ ম্যাচ খেলতে আগামী ২৪ জানুয়ারি ঢাকায় আসছে শ্রীলঙ্কা। ২৭-৩১ জানুয়ারি, প্রথম টেস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ৪-৮ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১২ ও ১৪ ফেব্রুয়ারি দুটি টি-২০ ম্যাচ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৭, ২০ ও ২২ ফেব্রুয়ারি তিন ওয়ানডে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ