1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ ৩৩৬ জনের গেজেট বাতিলে সুপারিশ জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম

রাজধানীতে আ.লীগের সতর্ক অবস্থান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৩
  • ৯৫ Time View

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মার্চ ফর ডেমোক্রেসি প্রতিহত করতে রাজধানীতে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী বিভিন্ন সংগঠন। রবিবার ভোর থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, মহল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় বাঁশের লাঠি, লোহার রড, পাইপ, ক্রিকেট স্ট্যাম্প, হকিস্টিক নিয়ে মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও এসব মিছিলে সহযোগিতা করতে দেখা গেছে। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে সকাল থেকে নেতাকর্মীরা অবস্থান নেয়। এসব মিছিল থেকে লাঠিসোঁটা উচিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে স্লোগান দেয়া হয়। এ ব্যাপারে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে জানতে চাইলে তারা কোনো কথা বলেননি।

পূর্ব ঘোষণা অনুযায়ী ১৮ দলের কর্মসূচি প্রতিহত করতে ঢাকার সকল প্রবেশ মুখে সশস্ত্র অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা অফিসগামী ও পথচারীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। এ সময় তারা বেশ কয়েকটি এলাকায় ১৮ দলীয় জোটের কর্মী সন্দেহে পথচারীদের পিটিয়ে আহত করে।

আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত আজিমপুর এলাকার দোকান কর্মচারী রাশেদ জানান, তিনি সকালে দোকানে যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। সঙ্গে দোকানেরর অপর দুই কর্মচারীও ছিলেন। এ সময় আওয়ামী লীগ কর্মীরা তাদেরকে লাঠিপেটা করে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। রবিবার সকাল থেকে শুরু হওয়া আওয়ামী লীগের এই অবস্থান ততোক্ষণ চলবে যতোক্ষণ পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ঢাকায় প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহানগর নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ