1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

ফিফা বর্ষসেরা হওয়া নিয়ে আত্মবিশ্বাসী রিবেরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
  • ১০৩ Time View

reiবর্ষসেরা পুরস্কারের সম্ভাব্য দাবিদারদের মধ্যে ফ্রাঙ্ক রিবেরিই কেবল নিজের ঢোল নিজেই বাজিয়ে চলছেন। বায়ার্ন মিউনিখের এই তারকা ফুটবলার আবারও জানালেন, এবারের ফিফা ব্যালন ডি’ অর জেতার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

কেন নিজেকে বর্ষসেরা ফুটবলারে দাবিদার মনে করছেন তাও জানালেন ফ্রান্সের এই উইঙ্গার। তার মতে, তিনি দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে এবং প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখতে পারেন।

ফরাসি দৈনিক লে মুন্দেকে সোমবার দেয়া এক সাক্ষাতকারে রিবেরি বলেন, “আমার কোনো শঙ্কা নেই, আমি আত্মবিশ্বাসী। আমার যা করা উচিত (পুরস্কার জিততে), তার সবই আমি করেছি।”

বছরজুড়ে ভালো খেলার কথা উল্লেখ করলেন তিনি, “আপনি যদি বছরজুড়ে আমার পারফরমেন্স খেয়াল করেন, তবে দেখবেন, আমি পার্থক্য গড়ে দিয়েছি। আমি হয়তো প্রতিটা ম্যাচে গোল পাইনি, কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগে আগুন ধরিয়ে দিয়েছি।”

গত মৌসুমে প্রথম জার্মান ক্লাব হিসেবে বায়ার্নের ‘ট্রেবল’ অর্থাৎ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, জার্মান বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ৩০ বছর বয়স্ক রিবেরির।  গত আগস্টে ২০১২-১৩ মৌসুমে ইউরোপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।

এরপর ফ্রান্সকে আগামী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠাতে অবদান রাখা রিবেরি বলেন, “এ বছরে এ পর্যন্ত আমি কখনই ব্যর্থ হইনি। জাতীয় দল ও ক্লাবের হয়ে আমি সবসময়ই ভালো খেলেছি। গত মৌসুমে বায়ার্নের হয়ে আমরা যা করেছি তা তো ঐতিহাসিক।

সম্প্রতি দারুণ ফর্মে থাকা রোনালদোর সঙ্গে বর্ষসেরা পুরস্কার জেতা নিয়ে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা জানতে চাইলে রিবেরি বলেন, “সত্যি বলতে কি, মোটেও না। রোনালদো গোল করে, সে তো আমিও করি। সে অবশ্য আমার চেয়ে বেশি গোল করে, কিন্তু আমাদের দুজনের খেলার স্টাইল আলাদা।”

আগামী মাসের শুরুর দিকে সংক্ষিপ্ত তালিকার ২৩ জনের মধ্য থেকে শীর্ষ তিন জনের নাম ঘোষণা করবে ফিফা। জুরিখে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী বছরের ১৩ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ