‘গোল্ডেন শু’ জিতলেন মেসি

‘গোল্ডেন শু’ জিতলেন মেসি

dorব্যালন ডি’অর পাবেন কিনা মেসি তা সময়ই বলে দিবে। কিন্তু তার আগেই লিওনেল মেসি পেলেন আরেকটি পুরস্কার। ২০১২-১৩ মৌসুমে ইউরোপে সর্বোচ্চ ৪৬ গোল করার জন্য উয়েফার ‘গোল্ডেন শু’ পেয়েছেন এই বার্সা স্ট্রাইকার।

৩৪ গোল করে ২৬ বছর বয়স্ক মেসি ২০০৯-১০ সালে প্রথম এই পুরষ্কার পেয়েছিলেন। ২০১১-১২ মৌসুমে ৫০ বার বিপক্ষের জালে বল পাঠিয়ে আবার ‘গোল্ডেন শু’ জিতেনিলেন মেসি।

মেসি রেকর্ড তৃতীয়বারের মতো গোল্ডেন শু পেয়ে উচ্ছ্বসিত এই আর্জেন্টাইন তারকা। তিনি বলেন, “আমি খুবই খুশি। আমি আমার পরিবারকে এটা উৎসর্গ করছি। এটা অসাধারণ একটা পুরস্কার।”

কবে ফিরতে পারবেন মাঠে গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আস্তে আস্তে সুস্থতার পথে আমি। আশা করছি আগামী বছর মাঠে ফিরতে পারবো।”

চোটের কারণে ২ মাস মাঠের বাইরে আছেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার।

খেলাধূলা