হোয়াইট ওয়াশই হলো পাকিস্তান

হোয়াইট ওয়াশই হলো পাকিস্তান

woব্যর্থতার বালিতে চাপা পড়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার সাথে সদ্য সমাপ্ত সিরিজ শেষে এ কথা বলাই যায়। প্রোটিয়াদের সাথে ওয়ানডে সিরিজে হারের পর এবার টি-টোয়েন্টিতেও হোয়াটওয়াশ হলো মিসবাহ-আফ্রিদীরা।

আবুধাবি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করে সাউথ আফ্রিকা। ডু প্লেসিসের ঝড়ো ৫৮ ও হাশিম আমলার ৪৮ রানের সুবাদে ২০ ওভারে ১৫০ রানের স্কোর গড়ে প্রোটিয়রা।

১৫১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভাল করলেও শেষ রক্ষা হয়নি পাকিস্তান দলের। পাকিস্তান দলের পক্ষে সোহাইব মাকসুদ সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়া বাকিরা করেছেন শুধু আসা যাওয়ার মিছিল!

শেষের দিকে দারুণ এক ছয় হাকিয়ে আফ্রিদী যদিও কিছুটা আশা জাগিয়েছিলেন বটে; কিন্তু স্টেইনের বলে ক্যাচ আউট হয়ে তার ফেরার পর সেটাও ফিকে হয়ে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৪ রানেই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে। সাথে জুটে যায় হোয়াইট ওয়াশের লজ্জাও।

খেলাধূলা