1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

‘না মানুষ’-এর শুটিং চলছে কুষ্টিয়ায়

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ১২৪ Time View

অনিমেষ আইচ তার ‘না মানুষ’ ছবির  শুটিং করতে দলবল নিয়ে  কুষ্টিয়া  গিয়েছিলেন ২৩ জানুয়ারি। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে চলবে এ ছবির শুটিং। আজ মিল লাইনে তো কাল জমিদার বাড়িতে, পরের দিন আবার  অন্য কোনো জায়গায়। ইউনটিরে সবাই বশে উপভোগ করছনে ছবটিরি শুটিং। চিত্রনায়িকা  সিমলা কুষ্টিয়ার উত্তাল পদ্মানদীতে শুটিং করতে গিয়ে  একেবারে ভড়কে গিয়েছিলেন ।

মাহিনা আরেফিন প্রযোজিত নেবুলা প্রোডাকশনের ব্যানারে নর্মিতি এ  ছবিতে অভিনয়ের জন্য  ঢাকা থেকে সব তারকা শিল্পী নিয়ে এসেছেন কুষ্টিয়া শহরে । ছবির নায়ক দীপাকমান, নায়িকা মৌমী, বিশেষ চরিত্রের অভিনেত্রী চিত্রনায়িকা সিমলাসহ আবুল হায়াত, মামুনুর রশিদ, রোকেয়া রফিক বেবী , টেলি সামাদ, লুৎফুর রহমার জর্জ, শহীদুজ্জামান সেলিম এর মতো জনপ্রিয় তারকারা প্রতিদিন কেউ না কেউ  উপস্থিত থাকছেন  শুটিং স্পটে। এতো তারকা যদি একটি শুটিং স্পটে থাকে মানুষ তো ভীড় করবেই। হয়েছেও তাই । শহরের মানুষরা প্রতিদিন নিয়ম করে অভিনয় দেখতে আসেন তার প্রিয় তারকার। মাঝে মধ্যে দু-এক জন দর্শক কথা বলারও সুযোগ পাচ্ছনে তার প্রিয় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে। এটা তাদের বাড়তি পাওনা বলে জানিয়েছেন কিছু দর্শক।

ছবির প্রযোজক মাহিনা আরেফিন জানিয়েছেন, কুষ্টিয়ার সাধারন জনগণ থেকে শুরু করে পুলিশ প্রশাসন, শিল্পকলা একাডেমী, থিয়েটার কর্মী সাবাই সহযোগিতা করছে । সবার কাছে আমরা খুব কৃতজ্ঞ। প্রতিদিন শুটিং স্পটে এতো ভীড় হয় তবে কোনো ঝামেলা হয়নি এ পর্যন্ত। আগামী ১০ ফেব্রয়ারি পর্যন্ত কুষ্টিয়াতে শুটিং হবে। এরপর শুটিং হবে  সিরাজগঞ্জ এবং কক্সবাজারে।

প্রয়াত শহীদুল জহিরের সাহিত্যকর্ম নিয়ে ‘না মানুষ’ ছবির চিত্রনাট্য তৈরি ও পরিচালনা  করছেন অনিমেষ আইচ। গত বছরের ১৭ ডিসেম্বর এফডিসির কড়–ই তলায় সিমলা অভিনীত  একটি আইটেম  গান দিয়ে শুটিং শুরু করেই ঢাকাই চলচ্চিত্র আলোচনায় আসে অনিমেষ আইচের প্রথম ছবি  ‘না মানুষ’। ছবির আইটেম গানটি ‘এই খানে দোলা লাগে/সব কিছু ঘোলা লাগে/ ধোঁয়া লাগেরে ধোঁয়া ’ শীর্ষক মাদকময়  কথা ও সুরের গানটি গেয়েছেন দিনাত জাহান মুন্নি। ম.এহসানের কথায়  গানটির সুর করেছেন গীতিকার নিজে ও এসআই টুটুল।

ছবির চিত্রগ্রাহক   নেহাল কোরাইশী।  শিল্প নির্দেশনায় আছেন ইফতেখার খান বনি।  আবহসংগীতে এসআই টুটুল এবং রাহুল আনন্দ । সম্পাদনায় কাজী মাকসুদ এবং কার্যনির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন রওনক আলম। ‘না মানুষ’ ছবির মাধ্যমে লাক্স-চ্যানেল আই সুপারস্টার  মৌসুমী  ‘মৌমী’ নামে চিত্রনায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। সিমলা এ ছবিতে ‘নয়ন তারা’ নামের একজন পতিতার চরিত্রে অভিনয় করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ