বিশ্বকাপ ইরানে হতে পারে

বিশ্বকাপ ইরানে হতে পারে

kob২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারকে বেছে নেয়টা মস্ত বড় ভুল হয়েছে সেটা স্বীকার করেছেন খোদ ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। কেননা গ্রীষ্মে সে দেশের তাপমাত্রা থাকে ৫০ ডিগ্রি সেলসিয়াস!

তীব্র গরমে যখন দম ছটফট করবে সবার, এর মধ্যে ফুটবল খেলবে কীভাবে তাতো বোধগম্য নয় কারো। তাই সময়ের দাবি, বিশ্বকাপটা যাতে পিছিয়ে জানুয়ারিতে নিয়ে যাওয়া হয়।

কিন্তু এই প্রস্তাবে একমত নন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। তিনি বলেন, “জানুয়ারিতে সম্ভব নয়। বড়জোড় নভেম্বর বা ডিসেম্বরে হতে পারে এটা।’ তবে কাতারের পাশাপাশি সহ-আয়োজক হিসেবে ইরানের নামও বিবেচনা করছেন বলে জানালেন ব্ল্যাটার। তিনি বলেন, “২০২২-এর এখনও ৯ বছর বাকি। কিছু সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। সহ-আয়োজক হিসেবে থাকতে পারে ইরান। ইরানের ফুটবল সংস্থার কর্মকর্তারা রাজী আছে এই প্রস্তাবে। এর আগেও যেহেতু অনেক টুর্নামেন্ট হয়েছে ইরানে, তাই ইরানের বিষয়ে বিবেচনাধীন আছে ফিফার।’

সত্যিই এমনটি হয় তাহলে ‘রাজ কপাল’ বলতে হবে ইরানকে। কারন আয়োজকের তালিকায় নাম না থেকেও ২০২২ বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে দেশটি।

খেলাধূলা