টেনিসপ্রেমীদের সবচেয়ে কাঙ্খিত লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের মধ্যে। ওয়ার্ল্ড ট্যুর টেনিসের প্রথম সেমিফাইনালে কোর্টে নামছেন এই দুই তারকা।
জন মার্টিন দেল পোত্রকে তিন সেটের খেলায় হারিয়ে ওয়ার্ল্ড ট্যুরের সেমিফাইনালে উন্নীত হয়েছেন ফেদেরার। সেমিফাইনালে তার প্রতিপক্ষ স্প্যানিশ টেনিস জায়ান্ট নাম্বার ওয়ান নাদাল।
সেমিফাইনালের লড়াইয়ে রোববার মুখোমুখি হবেন এই দুই তারকা। বাংলাদেশ সময় রাত সোয় আটটায় খেলাটি দেখা যাবে টেন স্পোর্টসে।
রোববারের দ্বিতীয় সেমিফাইনালে খেলবেন নোভাক জোকোভিচ ও স্টানিসলাস ওয়ারিঙ্কা। রিচার্ড গ্যাসকোয়েটকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন জোকোভিচ।
বিশ্ব টেনিস র্যাঙ্কিয়ের দ্বিতীয় অবস্থানে থাকা জোকোভিচ ইতোমধ্যে ওয়ার্ল্ড ট্যুর টেনিসের বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন। সেই সাথে গ্যাসকোয়েটের কাছে ২০০৭ এর এই প্রথম একটি সেট হেরে যাবার পর জিতে গেছেন, যা তার টানা ২০তম জয়।
গ্যাসকোয়েটের সাথে দুই ঘণ্টা নয় মিনিটের লড়াইয়ে জিতেছেন তিনি।