টেস্ট ক্যারিয়ারের উইলিয়ামসনের চতুর্থ সেঞ্চুরি

টেস্ট ক্যারিয়ারের উইলিয়ামসনের চতুর্থ সেঞ্চুরি

Del6254126বুধবার বিকেলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের শেষ সেশনে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পেলেন নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান কেইন উইলিয়ামসন। ক্যারিয়ারের ২৬তম টেস্টে এ সেঞ্চুরি পান ২৩ বছর বয়সী এ খেলোয়াড়। দিনের শেষ দিকে ১১৪ রান করে সাকিবের শিকার হন উইলিয়ামসন।
উল্লেখ্য, আবদুর রাজ্জাককে অফ ড্রাইফে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেন তিনি। ১৭৫ বলে ১২টি চারে তার শতকের ইনিংসটি সাজান উইলিয়ামসন।

দলীয় ৫৭ রানে ওপেনার রাদারফোর্ড আউট হলে ক্রীজে আসেন কেন উইলিয়ামসন। এর পর ক্রীজের অপর পাশে পিটার ফুলটন ও রস টেলর সাজঘরে ফিরে গেলেও একপাশে আঁকড়ে ধরে থাকেন তিনি।

এর আগে ৯৪ বলে আট চারে ফিফটি করেন তিনি। তার আগেই ওপেনার ফুলটন ১৫৪ বলে হাফ সেঞ্চুরি করেন। চার বিরতির আগের ওভারে নাসিরের বলে আউট হন তিনি। ভাঙ্গে ১২৬ রানে জুটি।

চা বিরতি শেষে উইলিয়ামের সঙ্গী হন রস টেলর। বিরতির পর রাজ্জাকের বলে চার মেরে তিন অংকের দেখা পান উইলিয়াম। সেঞ্চুরি করার পথে তিনি চার হাঁকিয়েছেন ১২টি।

দিনর শেষ সময়ে সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেন তিনি।

খেলাধূলা