স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা জয়ের ধারা অব্যাহত রাখলেও নেইমার কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত ষষ্ঠ ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নেইমার ও লিওনেল মেসির যুগলবন্দিতে ‘ক্ষুরধার’ বার্সা ৪-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।
ঘরের মাঠে ক্যাম্প নউ-এ পঞ্চম মিনিটেই হতাশা দূর করে গোলের দেখা পেয়ে যান নেইমার।
৬৪ মিনিটে আলবার্তো দে লা বেলা ৩-১ করলেও তাতে তেমন লাভ হয়নি সোসিয়েদাদের।
৭৭ মিনিটে ডিফেন্ডার মার্ক বারত্রার গোল বড় ব্যবধানে জয় নিশ্চিত করে দেয় বার্সার।