1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

এবার জাবি ও সোনারগাঁওয়ে মঞ্চায়িত হচ্ছে স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৪৯ Time View

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মঞ্চায়িত হতে যাচ্ছে স্বপ্নদলের আলোচিত প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত চলমান সপ্তাহব্যাপী নাট্যোৎসবে আগামীকাল ২রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়স্থ সেলিম আল দীন মুক্তমঞ্চে এবং ৫ই ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৬টায় সোনারগাঁও ‘লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবÑ২০১২’-এ ‘চিত্রাঙ্গদা’-র এ দু’টি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

গবেষণাগার নাট্যরীতিতে ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

সার্ধশত রবীন্দ্রবর্ষে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি-স্মারক প্রযোজনা হিসেবে এবং রবীন্দ্রনাট্য নির্মাণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে স্বপ্নদল ২০১১-এ মঞ্চে আনে দলের ১১তম প্রযোজনা কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।
রবীন্দ্রনাথ ১৮৯২-এ মাত্র একত্রিশ বছর বয়সে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ আধুনিক সময়ে মানবের অন্তর্দ্বন্দ্বের প্রতিচ্ছবিরূপে রচনা করেন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

এর নাট্যকাহিনিতে উপস্থাপিত হয়Ñ মহাবীর অর্জুন সত্যপালনের জন্য একযুগ ব্রহ্মচার্যব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। অর্জুন এবারে যথারীতি চিত্রাঙ্গদার প্রেমে পড়েন।
কিন্তু অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকেÑ অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? অতঃপর চিত্রাঙ্গদার আত্মদ্বন্দ্ব আর নানা ঘটনার মধ্য দিয়ে এ সত্য উপলব্ধি করা যায়, বাইরের অবয়বের চেয়ে নারী-পুরষের চারিত্রশক্তি অনেক বেশি মূল্যবান এবং এতেই প্রকৃতপক্ষে আত্মার স্থায়ী পরিচয়।

রবীন্দ্রনাথ কাব্যনাটক ‘চিত্রাঙ্গদা’ রচনার প্রায় চুয়াল্লিশ বছর পরে ১৯৩৬-এ তাঁর পঁচাত্তর বছর বয়সে রচনা করেন নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। সুপরিচিত ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যটি দেশে-বিদেশে অসংখ্যবার মঞ্চায়িত হলেও জানা মতে, রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষে রচনার ১১৯ বছর পরে স্বপ্নদলের প্রযোজনায়ই আধুনিক মঞ্চে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র নিয়মিত মঞ্চায়ন সূচিত হয়েছে।

‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকেরা হলেনÑ সোনালী রহমান জুলি, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান, শাখাওয়াত শ্যামল, শিশির সিকদার, সামাদ ভূঞা, মনির হোসেন, সুকন্যা আমীর, মাধূরী বেপারী সুমি, মেহেরুন্নেসা ঋতু, এনামুল হক শাহীন, রবিন দত্ত, হুমায়ূন কবির, মাসুদ রানা, আব্দুর রহিম, মিটুল চৌধুরী, সাহানুর রহমান প্রমুখ।

উল্লেখযোগ্য, সোনারগাঁও ‘লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবÑ২০১২’-এ ৫ই ফেব্রুয়ারি বিকেলে স্বপ্নদলের মূকাভিনয় প্রযোজনা ‘স্বাধীনতা সংগ্রাম’-এরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ