1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের চূড়ান্ত খেলা বৃহস্পতিবার শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১২
  • ১৪৪ Time View

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের খেলা বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

আগামী ৩১ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট দু’টির ফাইনাল খেলা।

দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং প্রথম বারের মতো বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমীন এমপি খেলা উদ্বোধন করবেন।

উদ্বোধনী দিনে প্রথম খেলা বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে রংপুর বিভাগের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

দিনের দ্বিতীয় খেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে কুমিল্লার রাজমঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরিশালের চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে ৭টি বিভাগে ১৪টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরার কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুমিল্লার রাজমঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরিশালের চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেটের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুরের ফুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুরের হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজশাহীর রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেবে।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রাঙ্গামাটির মঘাছরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহীর খর্দ্দকৌড় রেজি. প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইদহের দোহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেটের নিশ্চিন্তপুর রেজি. প্রাথমিক বিদ্যালয়, বরিশালের শোলক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহের কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রংপুরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বীতা করবে।

ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৬০ হাজার ৭৭৬টি দল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে ৫৯ হাজার ৭১০টি দল অংশগ্রহণ করে। যা যে কোনও টুর্নামেন্টের জন্য সর্বোচ্চ অংশগ্রহণকারী দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ