বছরের প্রথম দিনই নতুন বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনই নতুন বই পাবে জেলার প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষার্থী। ইতোমধ্যে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার সকল প্রস্ততি সম্পন্ন করেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

পঞ্চম শ্রেণীর কিছু বই ছাড়া জেলার ছয় উপজেলায় চাহিদামত সকল বই এসে পৌঁছেছে বলে জানা গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্র বাংলানিউজকে জানায়, প্রথম শ্রেণীর ২লাখ ৪৪হাজার ৪৭৯টি, দ্বিতীয় শ্রেণীর ২লাখ ২৫হাজার ৮৯১টি, তৃতীয় শ্রেণীর ৪লাখ ৩৭৪টি, চতুর্থ শ্রেণীর ৪লাখ ৭৪হাজার ৬০৬টি এবং পঞ্চম শ্রেণীর ৩লাখ ১৪হাজার ৩৭১টি বইয়ের মধ্যে ৩লাখ ১১হাজার ৯৭টি এসে পৌঁছেছে।

এ বছর জেলার ২০০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকারী ৪৭২টি, বেসরকারী ৪৬৫টি, কমিউনিটি ৪টি, পরীক্ষণ মুলক ১টি, ইবতেদায়ী ২৫৭টি, কিন্টার গার্টেন ১৭৯টি, উচ্চ বিদ্যালয় সংযুক্ত ১৫টি, নিম্ন মাধ্যমিক সংযুক্ত ১টি, অনিবন্ধীত ৬২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব নতুন বই বিতরণ করা হবে।

২০১৩ সালের জন্য উপজেলা ভিত্তিক বইয়ের মধ্যে রয়েছে কিশোরগঞ্জ উপজেলায় প্রথম শ্রেণীর ৪০হাজার ৬৫০টি, দ্বিতীয় শ্রেণীর ৩৪হাজার ৮৯৯টি, তৃতীয় শ্রেণীর ৫৮হাজার ৫৬০টি, চতুর্থ শ্রেণীর ৪৮হাজার ৮৯৪টি ও পঞ্চম শ্রেণীর ৩৯হাজার ৮৪৬টি, জলঢাকা উপজেলায় প্রথম শ্রেণীর ৪৯হাজার ৫০০টি দ্বিতীয় শ্রেণীর ৪৮হাজার, তৃতীয় শ্রেণীর ৮৪হাজার ৫২২টি, চতুর্থ শ্রেণীর ১লাখ ৪০হাজার ৪০টি, পঞ্চম শ্রেণীর ৬০হাজার, ডিমলা উপজেলায় প্রথম শ্রেণীর ৫০হাজার ১৯৩টি, দ্বিতীয় শ্রেণীর ৪৩হাজার ৮০৯টি, তৃতীয় শ্রেণীর ৭৯হাজার ৪৯৪টি, চতুর্থ শ্রেণীর ৭৩হাজার ২০০টি, পঞ্চম শ্রেণীর ৬৫হাজার ২৫৬টি, ডোমার উপজেলায় প্রথম শ্রেণীর ৩২হাজার ১০০টি, দ্বিতীয় শ্রেণীর ৩০হাজার, তৃতীয় শ্রেণীর ৫২হাজার ২০০টি, চতুর্থ শ্রেণীর ৪৬হাজার ৮০০টি, পঞ্চম শ্রেণীর ৪০হাজার ৮০০টি, নীলফামারী সদর উপজেলায় প্রথম শ্রেণীর ৪৬হাজার ৪৭০টি, দ্বিতীয় শ্রেণীর ৪৫হাজার ৫৩৭টি, তৃতীয় শ্রেণীর ৭৯হাজার ৭৮৮টি, চতুর্থ শ্রেণীর ৭৩হাজার ৬৩৮টি, পঞ্চম শ্রেণীর ৬৮হাজার ২২০টি এবং সৈয়দপুর উপজেলায় প্রথম শ্রেণীর ২৫হাজার ৫৬৬টি, দ্বিতীয় শ্রেণীর ২৩হাজার ৬৪৬টি, তৃতীয় শ্রেণীর ৪৫হাজার ৮১০টি, চতুর্থ শ্রেণীর ৯২হাজার ৩৪টি ও পঞ্চম শ্রেণীর ৪০হাজার ২৪৮টি বই।

নতুন বই বিতরণ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা বাংলানিউজকে জানান, নতুন বছরের প্রথম দিনেই আমরা কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি।

তবে পঞ্চম শ্রেণীর কিছু বই এখোনো না আসলেও নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছাবে বলে আশা করছেন তিনি।

জেলা সংবাদ বাংলাদেশ