1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

মাদক চক্রগুলোর সঙ্গে ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত যুক্তরাষ্ট্র : ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪১ Time View

যুক্তরাষ্ট্র এখন মাদক চক্রগুলোর সঙ্গে ‘সশস্ত্র সংঘাতে’ লিপ্ত বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার উপকূলে সাম্প্রতিক সামরিক হামলার পর কংগ্রেসে পাঠানো এক নোটিশে তার প্রশাসন এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রশাসন সম্প্রতি ক্যারিবীয় সাগরে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একাধিক সামরিক জাহাজ মোতায়েন করেছে। এতে ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে উত্তেজনা আরো বাড়ছে।

ফরাসি সংবাদমাধ্যম এএফপি বৃহস্পতিবার চিঠির কপি হাতে পেয়েছে। তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় অন্তত তিনটি অভিযানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। এসব অভিযানে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

পেন্টাগনের নোটিশে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মাদক চক্রগুলোকে ‘অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী’হিসেবে চিহ্নিত করেছেন এবং সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন।
তাদের কার্যক্রমকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সশস্ত্র আক্রমণ’ হিসেবেও বর্ণনা করা হয়েছে। সন্দেহভাজন পাচারকারীদের অবৈধ যোদ্ধা হিসেবেও উল্লেখ করা হয়েছে নোটিশে।

ভেনেজুয়েলার উপকূলে মাদকবোঝাই নৌকা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইন বিশেষজ্ঞরা। তবে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এএফপিকে বলেছেন, ‘প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইন মেনে দেশের নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ নিয়েছেন।
তিনি প্রতিশ্রুতি অনুযায়ী মাদক চক্রকে মোকাবিলা করছেন, যাতে তারা আর আমেরিকানদের হত্যা করতে না পারে।’

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ১৫ সেপ্টেম্বরের এক হামলার পর কংগ্রেসে এই নোটিশ পাঠানো হয়েছে। এটি আইনি বাধ্যবাধকতা, তবে এতে নতুন কোনো তথ্য নেই।

এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন, তাদের উপকূল থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে পাঁচটি মার্কিন যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। তিনি একে ‘উস্কানি’ ও ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে মন্তব্য করেছেন।

ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গ এবং ক্যারিবীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচল বিপদের মুখে ফেলার অভিযোগ করেছে।

ট্রাম্প গত মাসে পুয়ের্তো রিকোতে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করেছেন, যা তিন দশকের মধ্যে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি। পাশাপাশি ওই এলাকায় আটটি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিনও পাঠানো হয়েছে। গত মাসে ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান এক মার্কিন নৌযানকে লক্ষ্য করে উড়ে গেলে ট্রাম্প সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে ভেনেজুয়েলার যুদ্ধবিমান ভূপাতিত করা হবে।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ