ইসরায়েল গাজাজুড়ে হামলা আরো বৃদ্ধি করেছে। গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে অন্তত ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এসব হামলার ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।
খবরে বলা হয়, বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা গোটা অঞ্চলে হামলা চালায়, যার মধ্যে দক্ষিণাঞ্চলের আল-মাসাউই এলাকাও ছিল। এটিকে আগে নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছিল। সেখানকার এক খাবারের দোকানে হামলায় অন্তত নয়জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন এক দাদা, তার চার ছেলে ও এক নাতি।
কেন্দ্রীয় গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে একসঙ্গে চার ভাইবোন নিহত হয়।
এ ছাড়া দেইর আল-বালাহতে এক বাড়িতে ইসরায়েলি হামলায় ৯ জন মারা যান, যাদের বেশির ভাগই নারী বলে স্থানীয় চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে।
ইসরায়েল বর্তমানে গাজা সিটিতে সামরিক অভিযান আরো জোরদার করছে। বুধবার শহর ছেড়ে যাওয়ার জন্য সর্বশেষ সতর্কতা জারি করার পাশাপাশি দক্ষিণে অবস্থানকারীদের জন্য উত্তর গাজার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তাদের সেনারা গাজা সিটিকে ঘিরে ফেলতে খুব কাছাকাছি রয়েছে এবং শহরে যারা থেকে যাবে, তাদের ‘সন্ত্রাসী বা সন্ত্রাসের সমর্থক’ হিসেবে গণ্য করা হবে।
গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আহত হয়েছেন।