1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

গাজায় নৌবহর আটকে তদন্ত শুরু করেছে তুরস্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫০ Time View

তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ান বৃহস্পতিবার ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, গাজায় সহায়তা নিয়ে যাওয়া বহরের ওপর অভিযান চালিয়ে দেশটি আবারও তাদের ‘নৃশংসতা’ প্রমাণ করেছে।

নিজ রাজনৈতিক দলের এক সমাবেশে এরদোয়ান বলেন, ‘আন্তর্জাতিক জলসীমায় বেসামরিকদের ওপর ইসরায়েলি সরকারের এই হামলা আবারও দেখাল, গণহত্যায় লিপ্ত তাদের নেতারা গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ আড়াল করার চেষ্টা করছে। এটি ইসরায়েলের নৃশংসতা স্পষ্ট করে দিয়েছে।’

ইস্তাম্বুল প্রধান প্রসিকিউটরের কার্যালয় বহরে থাকা তুর্কি নাগরিকদের আটক করার ঘটনায় তদন্ত শুরু হয়েছে জানানো পর, এরদোয়ানের এই বক্তব্য আসে।

তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ বহরের ওপর হামলা চালায়। এতে আটক হওয়া ২৪ জন তুর্কি নাগরিককে কেন্দ্র করে তদন্ত চলছে। প্রসিকিউটরের অফিস জানিয়েছে, জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন অনুযায়ী তদন্তে ‘স্বাধীনতা হরণ, পরিবহন মাধ্যম দখল বা আটকে রাখা, সংগঠিত লুটপাট, ভৌত ক্ষতি এবং নির্যাতনের’ মতো অপরাধ খতিয়ে দেখা হবে।

গণমাধ্যমগুলো আরো জানায়, মোট প্রায় ৪০ জন তুর্কি নাগরিককে আটক করেছে ইসরায়েল, যাদের ইউরোপে নির্বাসনের প্রস্তুতি চলছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার রাতে ঘটনাটিকে ইসরায়েলের ‘সন্ত্রাসী কার্যক্রম’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়ে বলে, তারা আশা করছে এই হামলা গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে না।

অন্যদিকে বহরের আয়োজকেরা বৃহস্পতিবার সকালে ঘোষণা দেন, ইসরায়েলি বাধা সত্ত্বেও তারা গাজার পথে যাত্রা অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ