1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

শুধু কথা দিয়ে ইসরায়েলি বর্বরতা থামবে না : পেজেশকিয়ান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের অটল সমর্থনই কাতারে ইসরায়েলি হামলার পথ প্রশস্ত করেছে। শুধু কথায় ইসরায়েলি বর্বরতার অবসান হবে না। এ কারণে, মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সোমবার দোহায় শুরু হওয়া আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আঞ্চলিক দেশগুলোর ওপর সাম্প্রতিক হামলার পরও ইসরায়েল নিজেকে চাপমুক্ত মনে করছে।

তিনি বলেন, ‘কাতারে ইসরায়েলের হামলা শক্তি প্রদর্শন নয়, বরং হতাশার বহিঃপ্রকাশ। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের সমর্থনেই এ হামলা সম্ভব হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কাতারে হামলার মাধ্যমে ইসরায়েল মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই নতুন এক বিশ্বব্যবস্থা জন্ম নেবে।

ইরানি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ‘কোনো আরব বা ইসলামি দেশই জায়নিস্ট শাসনের হামলা থেকে নিরাপদ নয়। আমাদের এক হওয়া ছাড়া আর কোনো পথ নেই।’

তিনি বলেন, ‘জায়নিস্ট শাসন পশ্চিমা সমর্থন পেয়েই এ হামলা চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনকে যারা সমর্থন করছে, তাদের অপরাধও ইতিহাসে লিপিবদ্ধ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ