1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমরা পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না : জামায়াত আমির বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দল : সালাহউদ্দিন আহমদ ৫ সেটের লড়াইয়ে সিনারকে হারিয়ে স্বপ্নের ফাইনালে জোকোভিচ ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ নিজস্ব সক্ষমতা বৃদ্ধিই আধিপত্যবাদ মোকাবিলার একমাত্র সমাধান : নাহিদ ইসলাম ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ সোমালিয়াতে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছে তুরস্ক একটি দল টাকা দিয়ে ভোট কিনছে : সেলিমা রহমান ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি : তারেক রহমান

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণ, নিহত ১৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে সন্দেহভাজন আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত ৩০ জন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একটি রাজনৈতিক সমাবেশকে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মঙ্গলবার সন্ধ্যায় ব্যস্ততম সারিয়াব এলাকায় বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

সন্ত্রাস দমন বিভাগের (সিটিডি) একজন মুখপাত্র বলেছেন, শাহওয়ানি স্টেডিয়ামের কাছের হামলাটি সম্ভবত একটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল। জরুরি দলগুলো ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে বলেও জানান তিনি।

কোয়েটার সিভিল হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘এ হামলার ঘটনায় আমরা এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।’

এদিকে, আল জাজিরার খবরে বলা হয়, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশকে লক্ষ্য করে ওই আত্মঘাতী বোমা হামলা হয়েছে।

মঙ্গলবার সরকারি কর্মকর্তা হামজা শাফায়াত রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, ‘আমাদের কাছে যে প্রতিবেদন রয়েছে তাতে বলা হয়েছে যে, সমাবেশ থেকে লোকজন বেরিয়ে আসার সময় একটি পার্কিং এরিয়ায় বোমাটি বিস্ফোরিত হয়েছে।’

বেলুচিস্তান প্রদেশের বেলুচিস্তান ন্যাশনাল পার্টি, বিএনপি -এম-এর শত শত কর্মী দলের প্রতিষ্ঠাতা সরদার আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী পালন করতে কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন।

কোয়েটা হলো অশান্ত বেলুচিস্তান প্রদেশের রাজধানী, যা আফগানিস্তান এবং ইরানের সীমান্তবর্তী। বেলুচ বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা এই অঞ্চলে সক্রিয় এবং অতীতে বেশ কয়েকটি হামলার দাবি করেছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এক বিবৃতিতে এই বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে নিরীহ মানুষের উপর কাপুরুষোচিত আক্রমণ বলে অভিহিত করেছেন। এ সময় হামলাকারীদের খুঁজে বের করে শাস্তি দেয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী।

সূত্র: জিও নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ