1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

রাজপথে লড়াই করা রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে : হাসনাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭১ Time View

রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি সবাইকে এ চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মায়ের ডাকের উদ্যোগে আয়োজিত গুমের স্মৃতির আলোকচিত্রমালা শীর্ষক প্রদর্শনী পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলে তিনি।

তিনি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে।
বিভিন্নভাবে উনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাব, এ ধরনের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোনো রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা, নারীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা, শুধু মতপার্থক্যের কারণে সিলেক্টিভভাবে কাউকে আক্রমণ করা থেকে বেরিয়ে আসতে হবে।’

হাসনাত বলেন, ‘আমাদের মতপার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে একটা বেটার বাংলাদেশ গড়ে তুলব।

হাসনাত বলেন, ‘সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব। তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন।’

এনসিপির এ নেতা বলেন, ‘রাষ্ট্র নিজেই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গুমের জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে।
শুধু নির্বাচন নয়, গুমের ঘটনাগুলোর বিচার করাও এ সরকারের দায়িত্ব।’

হাসনাত আরো বলেন, ‘সরকার নির্বাচন দিয়ে ক্ষমতার পালাবদল করে হয়তো চলে যাবে, তবে গুমের শিকার হওয়া পরিবারের দায় তারা বহন করতে পারবেন কি না, তা তাদের বিবেচনা করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ