1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

বিশ্বের সবচেয়ে মূল্যবান ‘ফুটবল ব্র্যান্ড’ রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯৫ Time View

ইউরোপিয়ান ফুটবলের সেরা ক্লাব কোনটি? এমন প্রশ্নের উত্তরে সবার আগে আসবে রিয়াল মাদ্রিদের নাম। বছরের পর বছর ধারাবাহিকভাবে দারুণ পারফরম্যান্সে একেরপর এক শিরোপা জিতেছে স্পেনের ক্লাবটি। আর তাই বিশ্বজুড়ে ক্লাবটির কদরও আছে বেশ। সেটা উঠে এসেছে ব্র্যান্ড ফাইন্যান্সের রিপোর্টেও। প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ব্র্যান্ড হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।

সম্প্রতি ‘ফুটবল ৫০, ২০২৫’ নামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্র্যান্ড ফাইন্যান্স। সেখানে দেখা গেছে, রিয়াল মাদ্রিদের ব্র্যান্ডমূল্য গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেড়ে এ বছর ১৯০ কোটি ইউরো হয়েছে। স্পেনের আরেক পরাশক্তি ক্লাব বার্সেলোনার ব্র্যান্ডমূল্য ১১ শতাংশ বেড়ে হয়েছে ১৭০ কোটি ইউরো। শক্তিশালী ক্লাবের রেটিংয়েও এ দুটো ক্লাবই পেয়েছে সর্বোচ্চ রেটিং ‘ট্রিপল এ প্লাস’।

ফুটবল ব্র্যান্ডের পাশাপাশি শক্তিশালী ক্লাব ও এন্টারপ্রাইজ ভ্যালু- এই দুই তালিকাতেও ১ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। এন্টারপ্রাইজ ভ্যালুতে রিয়াল মাদ্রিদ ৬০০ কোটি ইউরো, বার্সেলোনা ৪৪০ কোটি ইউরো। প্রতিবেদন অনুযায়ী, আগের বছর ব্র্যান্ড মূল্যতে ২ নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি ৮ বছর পর এবার কোনো বড় ট্রফি জিততে না পারায় নেমে গেছে ৩ নম্বরে।

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতে পিএসজি ঢুকে পড়েছে শীর্ষ পাঁচে। লা পারিসিয়ানরা বায়ার্ন মিউনিখ (৬) ও ম্যানচেস্টার ইউনাইটেডকে (৭) পেছনে ফেলেছে। আগের বছর ৫ নম্বরে থাকা লিভারপুল এবার উঠে এসেছে চারে। প্রিমিয়ার লিগের অন্য তিন ক্লাব আর্সেনাল, চেলসি ও টটেনহাম আছে যথাক্রমে ৮, ৯ ও ১০ নম্বরে।

শক্তিশালী ক্লাবের রেটিংয়ে সাতটি ফুটবল ক্লাব পেয়েছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রিপল এ প্লাস রেটিং, যার মধ্যে চারটিই প্রিমিয়ার লিগের। শীর্ষ লিগগুলোর মধ্যে বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল প্রিমিয়ার লিগ। শীর্ষ ১০ প্রিমিয়ার লিগ ক্লাবের সম্মিলিত ব্র্যান্ডমূল্য ৮২০ কোটি ইউরো। যা শীর্ষ ৫০ ক্লাবের মোট ব্র্যান্ডমূল্যের ৩৭ শতাংশ।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যান্ড ফাইন্যান্স বিশ্বের অন্যতম প্রধান ব্র্যান্ড মূল্যায়ন ও পরামর্শক প্রতিষ্ঠান। প্রতিবছর প্রতিষ্ঠানটি বিশ্বের পাঁচ হাজারের বেশি ব্র্যান্ডের শক্তি ও বাজারমূল্য মূল্যায়ন করে। এছাড়া বিশ্বের ৪৬টি দেশের ৪০টির বেশি খাত ও শিল্প নিয়ে কাজ করে তারা। ২০০৭ সাল থেকে প্রকাশিত ব্র্যান্ড ফাইন্যান্সের সব র‍্যাঙ্কিং, গবেষণা প্রতিবেদন ও হোয়াইটপেপার তাদের ওয়েবসাইট ব্র্যান্ড ডিরেক্টরিতে সংরক্ষিত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ