1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না : হাসনাত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৩ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না। তিনি বলেন, ‘আসন বণ্টনের সমঝোতার নির্বাচন আর রাতের ভোটের নির্বাচন একই, আমরা সে ধরনের নির্বাচন চাই না।’

শনিবার (১৬ আগস্ট) জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘জনগণ নির্বাচনে খেলোয়াড়ের ভূমিকা পালন করবে আর আম্পায়ারের ভূমিকা পালন করবে প্রশাসন।
এ ধরনের গেম চেঞ্জের কথাই বলছে এনসিপি।’

তিনি বলেন, ‘ধানমণ্ডি ছেড়ে গুলশানে লাইন দিচ্ছেন সরকারি কর্মকর্তারা।’

মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণ-অভ্যুত্থানের প্রথম সারির নেতাদের চরিত্র হরণের কাজ করছে বলেও অভিযোগ করে তিনি বলেন, ‘মিডিয়া দিয়ে চরিত্র হনন করেও কেনা যাবে না।’

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দেশের কোনো ব্যবসায়ী বা রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহ বা তার নেতৃবৃন্দের ১ টাকার দুর্নীতি দেখাতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেব।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘নির্বাচন যখনই হোক তাতে অসুবিধা নেই। তবে অবশ্যই গণপরিষদ নির্বাচন রুলস অব গেমস চেঞ্জের নির্বাচন হতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ