1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের ম্যানচেস্টার মাতাল চিরকুট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৭৫ Time View

ম্যানচেস্টারে ইউকে ম্যানেজম্যান্ড কলেজের আবারনা ক্যাম্পাসে সামারফেস্ট ২০২৫ এ আমন্ত্রিত হয়ে অংশ নেয় জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এ আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসীরাও।

চিরকুটের প্রকাশিত একাধিক রিলে দেখা যায় গানের তালে নেচে গেয়ে উৎসবে মেতেছেন উপস্থিত সবাই। ব্যান্ডের পক্ষ থেকে ম্যানচেস্টার থেকে শারমিন সুলতানা সুমি জানান, জাদুর শহর, মরে যাবো, কানামাছি গানে প্রবাসীরা একসাথে কণ্ঠ মিলিয়েছে।

সুমি বলেন, ‘খুবই কালারফুল একটা ফেস্টিভ্যাল হয়েছে। অনেক প্রবাসী বাংলাদেশিরা এসেছিলেন যারা চিরকুটকে ভালোবাসেন। একসাথে গেয়েছি। আলাদা করে সবাই এপ্রিশিয়েট করেছে।
আমরা ১৪-১৫ বছর ধরে দেশের বাইরে গান করছি। খুবই ভালো লাগে এ ধরণের আয়োজনে বাংলা গানকে প্রতিনিধিত্ব করতে, ছড়িয়ে দিতে। যদি কাউকে একটুও আনন্দ দিয়ে থাকি সেটাই প্রাপ্তি। ম্যানচেষ্টার চিরকুটকে ভালোবাসল।
ম্যানচেষ্টার ইউকেএমসিকে ও আয়োজকদের তাদের আন্তরিকতা ও আতিথেয়তার জন্য।’

সম্প্রতি ব্যান্ড চিরকুট তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ নামের একটি নতুন অ্যালবাম প্রকাশ করেছে। অ্যালবামের দশটি গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি নিজেই।

অ্যালবামটির প্রথম গান ‘দামি’ এর একটি ভিডিও গানও প্রকাশিত হয়েছে। গানটি চিরকুটের শ্রোতামহলে দারুণ সাড়া ফেলেছে।
যার প্রমাণ মিলেছ সুদূর যুক্তরাজ্যেও।

“একসঙ্গে গেয়েছি আমাদের জন্যপ্রিয় গানগুলো। তবে, সবচেয়ে অবাক করেছে আমাদের নতুন অ্যালবাম এর ‘দামি’ গানটি অনেকেরই শোনা হয়ে গেছে ইতিমধ্যেই। সবাই খুব পছন্দ করেছেন। আমরা দারুণ আপ্লুত শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়ে।”-যোগ করেন সুমি

চিরকুট জানায়, দেশে ফিরেই নতুন অ্যালবাম ঘিরে কনসার্টের পরিকল্পনা করছে দলটি। পাশপাশি নতুন অ্যালবামের কাজও শুরু হয়েছে ইতিমধ্যেই।

ব্যান্ডটির বর্তমান লাইন আপ—শারমিন সুলতানা সুমি (কথা, সুর, কণ্ঠ), পাভেল আরিন (সাউন্ড প্রডাকশন, ড্রামস), রায়হান ইসলাম শুভ্র (রিদম গিটার), দিব্য নাসের (লিড গিটার, হারমনি ভয়েস), ইশমামুল ফারহাদ (বেইজ গিটার), রায়হান পারভেজ আকন্দ প্রান্ত (ব্যাঞ্জ, ম্যান্ডোলিন, ইউকুলেলে, গিটার, স্ট্রামস্টিক), ইয়ার হোসেন (কি বোর্ড, হারমোনিয়াম, ভায়োলিন) এবং ফায়েজ সাগর (সাউন্ড ইঞ্জিনিয়ার)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ