হলে রাজনীতি নিষিদ্ধের দাবিকে ভণ্ডামি বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিক। তিনি বলেন, ‘ক্যাম্পাসে রাজনীতি থাকবে কিন্তু হলে থাকতে পারবে না, কমিটি দেওয়া যাবে না। এটা তো চরম ভণ্ডামি। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
’
মারুফ মল্লিক বলেন, ‘হলে রাজনীতি না থাকলে সেখানে ডাকসু নির্বাচন করবে কিভাবে? সাধারণ শিক্ষার্থীর নামে যারা মিছিল করছে বা প্রচারণা করছে, এদের বেশিরভাগই বাগছাস (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ) ও জাশির (জামায়াত-শিবির) কর্মী। গুপ্ত রাজনীতি করতে করতে এরা প্রকাশ্যে রাজনীতি করার ক্ষমতা ও সাহস হারিয়ে ফেলেছে।
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন