গত মার্চে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন সময় হৃদরোগে আক্রান্ত হন তামিম। এরপর আর কোনো ম্যাচে দেখা যায়নি তাকে।
গত মার্চে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন সময় হৃদরোগে আক্রান্ত হন তামিম। এরপর আর কোনো ম্যাচে দেখা যায়নি তাকে।
শুধু তামিম নন, এনসিএলে খেলবেন মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদও। তিন জনের বিষয়ে আকরাম বলেছেন, ‘আশা করছি ওরা তিনজন (তামিম, মাহমুদ উল্লাহ ও মুশফিক) খেলবে। তামিমের সঙ্গে কথা হয়েছে, তামিমও খেলবে।
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের এনসিএল। তিন ভেন্যুতে হবে। রাজশাহী, সিলেটের সঙ্গে বগুড়ায় হবে। শেষ মুহূর্তে চট্টগ্রাম বাদ পড়ার কারণ হিসেবে আকরাম বলেছেন, ‘আমরা প্রথমে এম এ আজিজ স্টেডিয়ামের (জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম) কথা চিন্তা করেছিলাম। এম এ আজিজ স্টেডিয়ামে ও রকম উইকেট হয়তো পাব না।
ম্যাচ ফি বাড়ানোর কথাও জানিয়েছেন আকরাম। এবার একজন ক্রিকেটার ৪০ হাজার করে পাবেন। আগে ছিল ২৫ হাজার।